Abhishek Banerjee | Narendra Modi: ‘মন কি বাত’-এর ১০০ পর্ব নিয়ে তীব্র আক্রমণ! করণদিঘি থেকে কোন তোপ দাগলেন অভিষেক?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গত রবিবারই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব ছিল৷ সেই উপলক্ষে দেশজুড়ে বিশেষ ব্যবস্থা করেছিল বিজেপি৷ এই উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফেও। এর মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে।
উত্তরবঙ্গ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ এর ১০০ তম পর্ব উদযাপন নিয়ে এবার সরাসরি আক্রমণ৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার বঞ্চনার প্রশ্নে সুর চড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘মাথার উপর ছাদ, পরনে বস্ত্র, পেটে রুটি, মানুষের জুটছে না দুটো রুটি, দুমুঠো ভাত, আর প্রধানমন্ত্রী সারা দেশজুড়ে করছেন মন কি বাত। ১০০ তম পর্ব, ১০০ তম অধ্যায়, আর ১০০ দিনের টাকা বন্ধ।’’
সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘির সভা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি একাধিক বার্তা দেন অভিষেক৷ তবে এর মধ্যেও কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে বিঁধতে ছাড়েননি৷
আরও পড়ুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলার নথি তলব, শুরু হল বেঞ্চ বদলের প্রক্রিয়া
গত রবিবারই প্রধানমন্ত্রীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব ছিল৷ সেই উপলক্ষে দেশজুড়ে বিশেষ ব্যবস্থা করেছিল বিজেপি৷ এই উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির তরফেও। এর মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে।
advertisement
advertisement
মোদির সেই অনুষ্ঠানকেই এদিন কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ যখন ১০০ দিনের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন ‘মন কি বাত’-এর ১০০ তম পর্ব নিয়ে ব্যস্ত৷ অভিষেকের কথায়, ‘‘বাংলার মানুষ ভাত-রুটি পাচ্ছেন না, ওদিকে প্রধানমন্ত্রী মন কি বাত শুনছেন৷’’
advertisement
আরও পড়ুন: ডিভোর্স পেতে অপেক্ষা করতে হবে না ৬ মাস, কিন্তু থাকবে এই শর্ত, কী বলছে সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ
পঞ্চায়েত নির্বাচনের আগে গত ২৫ এপ্রিল থেকে বিশেষ কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷ কোচবিহার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই একে একে পৌঁছবে অভিষেকের যাত্রা৷ এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের মতামতের উপরে ভিত্তি করে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী নির্বাচন৷ এদিন সেই কর্মসূচিতেই করণদিঘি গিয়েছিলেন অভিষেক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 01, 2023 2:23 PM IST