হোম /খবর /কলকাতা /
মানিকতলা ১৪ পল্লিতে দেবী ‘বনবিবি’ রূপে, প্রকৃতি রক্ষার বার্তা থিমে

মানিকতলা ১৪ পল্লিতে দেবী ‘বনবিবি’ রূপে, প্রকৃতি রক্ষার বার্তা থিমে

জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷বনবিবি মানিকতলা ১৪ পল্লি-র দশভুজা।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বিপন্ন জঙ্গল। প্রকৃতিকে রক্ষা করতে একটা সময়ে বনবিবির পুজো হত। সময়ের থাবায় তাও প্রায় বন্ধ। এবার সেই বনবিবি মানিকতলা ১৪ পল্লি-র দশভুজা। ৭৬তম বছরে এক অন্য দুর্গার সন্ধান মানিকতলায়।জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷ আমাজনের জঙ্গল জ্বলছে। পুড়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। অধিকাংশ মানুষ নির্বিকার। নানা ভাবে জঙ্গল আজ বিপন্ন। একটা সময়ে প্রকৃতিকে রক্ষা করতে বনবিবির পুজো করতেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মানুষ। ওড়িশা ছাড়া অন্য জায়গায় পুজো প্রায় বন্ধ। সেই বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা। অসংখ্য শালপাতায় মোড়া মণ্ডপে জঙ্গলের আবহ। ৭৬ বছরে পা দেওয়া মানিকতলার পুরোন পুজোয় এবার এক অন্য দুর্গার গল্প।

    First published:

    Tags: Durga Puja 2019, Durga Puja Theme 2019, Maniktala Durga puja, Puja 2019