#কলকাতা: বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বিপন্ন জঙ্গল। প্রকৃতিকে রক্ষা করতে একটা সময়ে বনবিবির পুজো হত। সময়ের থাবায় তাও প্রায় বন্ধ। এবার সেই বনবিবি মানিকতলা ১৪ পল্লি-র দশভুজা। ৭৬তম বছরে এক অন্য দুর্গার সন্ধান মানিকতলায়।জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷ আমাজনের জঙ্গল জ্বলছে। পুড়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। অধিকাংশ মানুষ নির্বিকার। নানা ভাবে জঙ্গল আজ বিপন্ন। একটা সময়ে প্রকৃতিকে রক্ষা করতে বনবিবির পুজো করতেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মানুষ। ওড়িশা ছাড়া অন্য জায়গায় পুজো প্রায় বন্ধ। সেই বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা। অসংখ্য শালপাতায় মোড়া মণ্ডপে জঙ্গলের আবহ। ৭৬ বছরে পা দেওয়া মানিকতলার পুরোন পুজোয় এবার এক অন্য দুর্গার গল্প।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durga Puja 2019, Durga Puja Theme 2019, Maniktala Durga puja, Puja 2019