মানিকতলা ১৪ পল্লিতে দেবী ‘বনবিবি’ রূপে, প্রকৃতি রক্ষার বার্তা থিমে
Last Updated:
জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷বনবিবি মানিকতলা ১৪ পল্লি-র দশভুজা।
#কলকাতা: বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বিপন্ন জঙ্গল। প্রকৃতিকে রক্ষা করতে একটা সময়ে বনবিবির পুজো হত। সময়ের থাবায় তাও প্রায় বন্ধ। এবার সেই বনবিবি মানিকতলা ১৪ পল্লি-র দশভুজা। ৭৬তম বছরে এক অন্য দুর্গার সন্ধান মানিকতলায়।
জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷ আমাজনের জঙ্গল জ্বলছে। পুড়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। অধিকাংশ মানুষ নির্বিকার। নানা ভাবে জঙ্গল আজ বিপন্ন। একটা সময়ে প্রকৃতিকে রক্ষা করতে বনবিবির পুজো করতেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মানুষ। ওড়িশা ছাড়া অন্য জায়গায় পুজো প্রায় বন্ধ। সেই বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা। অসংখ্য শালপাতায় মোড়া মণ্ডপে জঙ্গলের আবহ। ৭৬ বছরে পা দেওয়া মানিকতলার পুরোন পুজোয় এবার এক অন্য দুর্গার গল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2019 3:19 PM IST