Maniktala By Election: মানিকতলায় রাজনৈতিক সৌজন্যের ছবি, কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের

Last Updated:

সকালে ১৩ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়েছিলেন সন্ধ্যা দেবী। কিন্তু সেখানে গিয়ে কোন বুথের কোন অংশে তাঁর ভোট পড়েছে, সেটা খুঁজে পাচ্ছিলেন না। সাহায্য করতে এগিয়ে আসেন অনিন্দ্য কিশোর রাউত।

কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূলের নির্বাচনী এজেন্টের
কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূলের নির্বাচনী এজেন্টের
আবীর ঘোষাল, কলকাতা: রাজনৈতিক সৌজন্য। বিজেপির প্রার্থী কল্যাণ চৌবের মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডের মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত।
সকালে ১৩ নম্বর ওয়ার্ডে ভোট দিতে গিয়েছিলেন সন্ধ্যা দেবী। কিন্তু সেখানে গিয়ে কোন বুথের কোন অংশে তাঁর ভোট পড়েছে, সেটা খুঁজে পাচ্ছিলেন না। সাহায্য করতে এগিয়ে আসেন অনিন্দ্য কিশোর রাউত।
advertisement
অনিন্দ্য কিশোর রাউত বলেন, ‘‘উনি ভোট দিতে এসেছিলেন। সাহায্যের দরকার ছিল। আমি জনপ্রতিনিধি হিসাবে সেই দৃষ্টিকোণ থেকে সাহায্য করেছি।’’
advertisement
আর বিজেপি প্রার্থীর মা বলছেন, ‘‘আমার ছেলের বয়সী। আমার একটা সাহায্য দরকার ছিল। ও সেটা করেছে।’’ রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল মানিকতলায়।
বুধবার বেলার দিকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এসেছিলেন কল্যাণের মা সন্ধ্যা চৌবে। সত্তরোর্ধ্ব বৃদ্ধা ভোট দিতে এলেও তাঁর সঙ্গে ‘ভোটার স্লিপ’ ছিল না। কল্যাণ চৌবের মা জানান, তিনি সেটা আনতে ভুলে গিয়েছেন। ফলে কোন বুথের কোন পার্টে ভোট দিতে যাবেন তিনি তা নিয়ে ধন্দে পড়েন। বিষয়টি নজরে আসতেই এগিয়ে আসেন মানিকতলার তৃণমূলের মুখ্য নির্বাচনী এজেন্ট তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত। তিনিই ভোট দিতে সাহায্য করেন সন্ধ্যা চৌবেকে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maniktala By Election: মানিকতলায় রাজনৈতিক সৌজন্যের ছবি, কল্যাণ চৌবের মা-কে ভোট দিতে সাহায্য তৃণমূল প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্টের
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement