মানিক 'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলকে ফের তলব ইডি-র, ২ নভেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

Last Updated:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এরপরই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলের বিভিন্ন সংস্থায় হানা দেয়  ইডি। এর আগে ২০ অক্টোবর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে।

#কলকাতা: তাপস মণ্ডলকে ফের তলব ইডির । ২ নভেম্বর মানিক ঘনিষ্ঠ তাপসকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। তাপসের কাছে ৬৫৪টি বেসরকারি ডিএলএড কলেজের তথ্য চাইল ইডি। সূত্রের খবর, এই ৬৫৪টি বেসরকারি ডিএলএড কলেজের সঙ্গেই যুক্ত ছিলেন তাপস। ২ নভেম্বর ডিএলএডের অফলাইন রেজিস্ট্রেশনের নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাপসকে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। এরপরই তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত তাপস মণ্ডলের বিভিন্ন সংস্থায় হানা দেয়  ইডি। এর আগে ২০ অক্টোবর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে।
ইডির নজরে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপসের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। এই ট্রেনিং সেন্টারে আসতেন মানিক ভট্টাচার্য, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ১৬ অক্টোবর তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আরও জানা গিয়েছে, তাপসের  শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পাঁশকুড়াতেও৷ পাঁশকুড়া ব্লকের অন্তর্গত মাইশোরা এলাকার রাসবিহারী প্রাইভেট টিচার্স  ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের  হদিশ মেলে৷  জেলার একাধিক জায়গায় বেশ কয়েকটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
বারাসতের বাসিন্দা তাপসের আদি বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। প্রসঙ্গত, তাপসের ভাই বিভাসের স্ত্রী পারমিতা কয়েক মাস আগেই হাই কোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষকের চাকরি খুইয়েছেন। এমনটা অভিযোগ-ও সামনে আসে, তাপস মণ্ডলকে বাঁচাতে রাতের অন্ধকারে ফাইল সরাচ্ছে তাঁর ভাই ও সাঙ্গপাঙ্গোরা!  অভিযোগ করেন প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। তদন্ত তল্লাশিতে আরও দুর্নীতি ফাঁসের আশঙ্কা রয়েছে। তাপস মণ্ডলের আদি বাসভূমি পাঁশকুড়ার হরেকৃষ্ণপুর গ্রাম এলাকায় রাতের অন্ধকারে তাঁর বিভিন্ন সংস্থা থেকে ফাইল সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
মানিক 'ঘনিষ্ঠ' তাপস মণ্ডলকে ফের তলব ইডি-র, ২ নভেম্বর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement