Chetla Murder: গলায় গেঁথে লোহার রড, কলকাতার রাস্তায় ছুটছেন আহত ব্যক্তি! মেয়র ফিরহাদের ওয়ার্ডে হাড় হিম করা কাণ্ড
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
খুনে ব্যবহৃত লোহার রডটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতদের এ দিন আলিপুর আদালতে পেশ করা হয়৷
গলায় গেঁথে রয়েছে রড৷ রক্তে ভিজে যাচ্ছে গোটা শরীর৷ সেই অবস্থাতেই কলকাতার রাস্তায় ছুটছেন এক ব্যক্তি৷ শনিবার রাতে এমনই হাড় হিম করা ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কলকাতার চেতলা এলাকা৷ তাও আবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিজের ওয়ার্ডেই ঘটে গেল এমন নৃশংস হত্যাকাণ্ড৷
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অশোক পাসোয়ান৷ এই ঘটনায় দু জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ আরও তিন জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে চেতলার ১৭ নম্বর বাসস্যান্ডের কাছে শ্যাম বোস লেনে মদের আসর বসে৷ সেখানেই নিজের পরিচিত কয়েকজনের সঙ্গে মদ্যপান করছিলেন পেশায় গাড়ি চালক অশোক পাসোয়ান নামে ওই ব্যক্তি৷ তদন্তকারীদের অনুমান, মদ্যপানের মাঝেই অশোকের সঙ্গে অভিযুক্তদের কোনও কারণে বচসা শুরু হয়৷ যা গড়ায় হাতাহাতিতে৷ উত্তেজনার বশবর্তী হয়েই অভিযুক্তদের মধ্যে একজন অশোক পাসোয়ানের গলায় একটি লোহার রড গেঁথে দেয়৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অবস্থাতেই ফুটপাথ ধরে এগোতে থাকেন আক্রান্ত ব্যক্তি৷ কিন্তু কিছুটা দূরে গিয়েই একটি মন্দিরের সামনে পড়ে যান তিনি৷ ছুটে আসেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় চেতলা থানায়৷ পুলিশ এসে ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
খোদ কলকাতার মেয়রের ওয়ার্ডে এই হাড় হিম করা হত্যাকাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়৷ তদন্তে নেমে পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ৷ তাদের মধ্যে সুরজিৎ মণ্ডল ওরফে বাপি এবং তাপস পাল নামে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে খবর, সম্ভবত কালীপুজোর চাঁদার টাকার ভাগাভাগি নিয়েই ঝামেলার সূত্রপাত৷ এই ঘটনার পরই চেতলা থানার ওসি বদল করা হয়েছে৷ ওসি-র দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ সরখেলকে৷ তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি-র পদে ছিলেন৷
advertisement
খুনে ব্যবহৃত লোহার রডটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতদের এ দিন আলিপুর আদালতে পেশ করা হয়৷ দুই অভিযুক্তের ৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷
ঘটনা প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘এটা খুব দুঃখজনক, নিজেদের মধ্যে গন্ডগোল হতে হতে এই ঘটনা। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এই ধরনের অপরাধী যাতে না থাকে। আইন আইনের ব্যবস্থা নেবে। আমিও শুনেছি মদের আসর বসেছিল। আমি পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে।’
advertisement
সহ প্রতিবেদন- প্রীতি সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 26, 2025 4:01 PM IST










