বিমানে বসেই বিমান ওড়ানোর হুমকি-ফোন যাত্রীর! দমদমে আতঙ্ক

Last Updated:

জানা গিয়েছে, বিমানটি তখন ছাড়ার মুখে৷ এক যাত্রী বিমানে বসে টেক-অফের সময় বিমানটি বিস্ফোরণের হুমকি দিচ্ছিল ফোন৷ যাত্রীদের প্রাণে মারাও হুমকি শোনা যায় তার গলায়৷ যাত্রীদের কাছে খবর পেয়েই এয়ার ট্র্যাফিক কন্ট্র‌োলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷

#কলকাতা: 'টেক-অফের সময় উড়িয়ে দেব ফ্ল‌াইট৷ কেউ বাঁচবে না৷' মুখে রুমাল বেঁধে বিমানে বসে ক্রমাগত এমনই সব কথা বলছিল যাত্রীটি৷ বাকি যাত্রীদের সেই হুমকি ফোন কানে যায়৷ এরপরই কয়েক জন যাত্রী বিষয়টি জানান বিমান কর্তৃপক্ষকে৷ বিমানটি তত্‍‌ক্ষণাত্‍‌ খালি করা হয়৷ সোমবার সকালে দমদম বিমানবন্দরের ঘটনা৷
জানা গিয়েছে, বিমানটি তখন ছাড়ার মুখে৷ এক যাত্রী বিমানে বসে টেক-অফের সময় বিমানটি বিস্ফোরণের হুমকি দিচ্ছিল ফোন৷ যাত্রীদের প্রাণে মারাও হুমকি শোনা যায় তার গলায়৷ যাত্রীদের কাছে খবর পেয়েই এয়ার ট্র্যাফিক কন্ট্র‌োলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট৷
রানওয়ে থেকে বিমানটি ফেরানো হয় ট্যাক্সি বে-তে৷ দ্রুত যাত্রীদের নামিয়ে খালি করা হয়৷ গোটা বিমান তল্লাশি শুরু করে সিআইএসএফ৷ অভিযুক্ত যাত্রীকে আটক করে জেরা করা হচ্ছে৷ কাকে ফোনম করছিল ওই যাত্রী, তা জানার চেষ্টা চলছে৷ প্রসঙ্গত, দিল্লিতেও গত সপ্তাহে একই ঘটনা ঘটেছিল৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিমানে বসেই বিমান ওড়ানোর হুমকি-ফোন যাত্রীর! দমদমে আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement