হাইকোর্টে চাকরির পরীক্ষাতেও জালিয়াতি, পুলিশের জালে ১
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
হাইকোর্টের দুটি ভবন জুড়ে শনিবার পরীক্ষা চলছিল। প্রায় ৭০০ জন পরীক্ষা দিতে এসেছিলেন।
#কলকাতা: রাজ্যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যে কলকাতা হাইকোর্টে প্রতিদিন মামলা চলছে, এবার সেখানেও জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে চাকরির পরীক্ষাতেও জালিয়াতি হয়েছে বলে দাবি পুলিশের। অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছে একজন। ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাইকোর্ট চত্বরে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অমরচন্দ্র মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানা গ্রেফতার করেছে অভিযুক্তকে। জানা গিয়েছে, হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য পরীক্ষা ছিল শনিবার। সেখানেই অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন অভিযুক্ত অমরচন্দ্র মণ্ডল। পরিচয় না মেলার পরই সন্দেহ হয়। হাইকোর্ট প্রশাসনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তাঁকে।
advertisement
advertisement
আরও পড়ুন: চেতলা থেকে রাজ্যজুড়ে ২৩০ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মহালয়াতেই শুরু ঠাকুর দেখা!
হাইকোর্টের দুটি ভবন জুড়ে শনিবার পরীক্ষা চলছিল। প্রায় ৭০০ জন পরীক্ষা দিতে এসেছিলেন। রবিবারও ৬৮৭ জনের পরীক্ষা রয়েছে হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের পরীক্ষা চলছে দু'দিন ধরে। সেখানেই এই জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে।
advertisement
অর্ণব হাজরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 25, 2022 11:32 AM IST