বাংলা থেকে পদ্ম পুরষ্কার পেলেন সেতার শিল্পী বুধাদিত্য মুখোপাধ্যায় ও চিকিৎসক মামেন চান্ডি
Last Updated:
#কলকাতা: এ বছরের পদ্মপুরস্কার পেলেন ১১২ জন। সেই তালিকায় আছেন বাংলার দু’জন। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পেলেন পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়। তিনি মূলত সেতার ও সুভার শিল্পী। ইমদাদখানি ঘরানার এই শিল্পী প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের হাউস অফ কমনসে সেতার বাজান। আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব ও প্রায় গোটা ইউরোপের কয়েক হাজার অনুষ্ঠানে সেতার বাদক হিসেবে বুধাদিত্য মুখোপাধ্যায় উজ্জ্বল নাম। ১৯৭৬ সালে কলামন্দিরে যে তরুণের সেতার শুনে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায়, তিনিই বুধাদিত্য মুখোপাধ্যায়। সেতার শিক্ষা বাবা বিমলেন্দু মুখোপাধ্যায়ের কাছে। ১৯৭০ সালের অল ইন্ডিয়া রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। সঙ্গীত শিক্ষার পাশাপাশি তিনি কৃতী মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারও।
এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেলেন চিকিৎসক ও হেমাটোলজি বিশেষজ্ঞ মামেন চান্ডি। এখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারের ডিরেক্টর তিনি। অঙ্কোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনে বিশেষ পারদর্শী তিনি। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন ড. বিসি রায় পুরস্কার পেয়েছিলেন মামেন চান্ডি।
এবারের ১১২ জন পুরষ্কারপ্রাপকের মধ্যে ৪জন পেয়েথেন পদ্মবিভূষণ, ১৪জন পদ্মভূষণ এবং ৯৮জন পেয়েছেন পদ্মশ্রী পুরষ্করা ৷ প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা।তালিকায় রয়েছেন ১১ জন প্রবাসী ভারতীয়/ বিদেশি/তৃতীয় লিঙ্গের কৃতিরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2019 1:10 PM IST