বাংলা থেকে পদ্ম পুরষ্কার পেলেন সেতার শিল্পী বুধাদিত্য মুখোপাধ্যায় ও চিকিৎসক মামেন চান্ডি

Last Updated:
#কলকাতা: এ বছরের পদ্মপুরস্কার পেলেন ১১২ জন। সেই তালিকায় আছেন বাংলার দু’জন। পশ্চিমবঙ্গ থেকে পদ্মভূষণ পেলেন পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায়। তিনি মূলত সেতার ও সুভার শিল্পী। ইমদাদখানি ঘরানার এই শিল্পী প্রথম ভারতীয় হিসেবে লন্ডনের হাউস অফ কমনসে সেতার বাজান। আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব ও প্রায় গোটা ইউরোপের কয়েক হাজার অনুষ্ঠানে সেতার বাদক হিসেবে বুধাদিত্য মুখোপাধ্যায় উজ্জ্বল নাম। ১৯৭৬ সালে কলামন্দিরে যে তরুণের সেতার শুনে মুগ্ধ হয়েছিলেন সত্যজিৎ রায়, তিনিই বুধাদিত্য মুখোপাধ্যায়। সেতার শিক্ষা বাবা বিমলেন্দু মুখোপাধ্যায়ের কাছে। ১৯৭০ সালের অল ইন্ডিয়া রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি। সঙ্গীত শিক্ষার পাশাপাশি তিনি কৃতী মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারও।
এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পেলেন চিকিৎসক ও হেমাটোলজি বিশেষজ্ঞ মামেন চান্ডি। এখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারের ডিরেক্টর তিনি। অঙ্কোলজি ও ট্রান্সফিউশন মেডিসিনে বিশেষ পারদর্শী তিনি। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি থাকাকালীন ড. বিসি রায় পুরস্কার পেয়েছিলেন মামেন চান্ডি।
এবারের ১১২ জন পুরষ্কারপ্রাপকের মধ্যে ৪জন পেয়েথেন পদ্মবিভূষণ, ১৪জন পদ্মভূষণ এবং ৯৮জন পেয়েছেন পদ্মশ্রী পুরষ্করা ৷ প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা।তালিকায় রয়েছেন ১১ জন প্রবাসী ভারতীয়/ বিদেশি/তৃতীয় লিঙ্গের কৃতিরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলা থেকে পদ্ম পুরষ্কার পেলেন সেতার শিল্পী বুধাদিত্য মুখোপাধ্যায় ও চিকিৎসক মামেন চান্ডি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement