#কলকাতা: বাংলাদেশে বিধ্বংসী আগুন। ঢাকার চকবাজারে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড।মৃত কমপক্ষে ৬৯। আহত ৫০। বহুতলে প্রচুর প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতল লাগোয়া চারটি বাড়িও। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বাংলাদেশের ঘটনায় ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷
ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh Fire, CM Mamata Banerjee, বাংলাদেশে অগ্নিকাণ্ড, বাংলাদেশে আগুন, মমতা বন্দ্যোপাধ্যায়