CAA-র পর প্রথম অমিত-মমতা বৈঠক
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বৈঠক নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও শুক্রবারের বৈঠকে সবচেয়ে বেশী গুরুত্ব পেতে চলেছে কোন ইস্যু ?
#ভুবনেশ্বর: ভুবনেশ্বরে রাজ্য সচিবালয় লোকসেবা ভবন চত্বরে নিউ কনভেনশন সেন্টার এই মূহুর্তে দখল নিয়েছে এস পি জি। শুক্রবার সকাল ১০ এখানেই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ইস্টার্ন জোনাল কাউন্সিলের ২৪ তম বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই প্রস্তুতিতে বৃ্হস্পতিবার সকাল থেকে সচিবালয় চত্বর ছিল সরগরম। বৈঠকে উপস্থিত থাকবেন চার রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ড । কিন্তু সবার নজর বাংলার মুখ্যমন্ত্রীর দিকেই। বিশেষত দিল্লি কান্ডের পর অমিত শাহের মুখোমুখি হচ্ছেন মমতা। তাই বৈঠক শেষে তারা আলাদা বৈঠক করেন কিনা সেই নিয়েই সরগরম বাংলা থেকে ওড়িশার রাজনৈতিক মহল।
বৈঠক উপলক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন রয়েছেন ওড়িশার পুরীতে।বৃহস্পতিবার সন্ধেয় ভুবনেশ্বরে এসে পৌছবেন অন্যান্য তিন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে আম জনতার আলোচনায় কেন্দ্রে রয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷
২৩ তম ইজেডসি বৈঠক হয়েছিল ২০১৮ সালে কলকাতায়। পৌরহিত্য করেছিলেন রাজনাথ সিং। দু’বছর পর ভুবনেশ্বরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখোমুখি হতে চলেছেন ইজেডস- র চার মুখ্যমন্ত্রী । এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। দিল্লির ঘটনার পর এই প্রথম অমিতের এই সভায় মমতার যোগদান কে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। পাল্টা প্রশাসনিক দায়িত্ব ও কেন্দ্র রাজ্য সমন্বয়র বিষয়টি মনে করিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস।
advertisement
advertisement
বৈঠক নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও শুক্রবারের বৈঠকে সবচেয়ে বেশী গুরুত্ব পেতে চলেছে কোন ইস্যু ? এই নিয়ে ভুবনেশ্বরে পি আই বি কতৃক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে
১.মাওবাদী সমস্যা সমাধানে আন্ত রাজ্য সমন্বয়
২.আন্তরাজ্য নদীজল বন্টন সংক্রান্ত ইস্যু
৩.কয়লা রয়ালিটি
৪.রাজ্য গুলিতে চলা রেল প্রকল্প
৫.রাজ্য গুলির অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সমন্বয়
advertisement
৬.রুরাল ব্যাংকিং
৭.বন্য অধিকার আইন প্রয়োগ
বাংলায় মাওবাদী সমস্যা হ্রাস পেলেও সতর্ক রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে বৈঠকে রাজ্য থেকে আধা সেনা প্রত্যাহারের বিষয় টি নিয়ে কথা তুলতে পারেন মমতা। এক সময় মাওবাদী সমস্যার ক্ষেত্রে ঝাড়খন্ড, ওড়িশা সীমান্ত নিয়ে বারে বারে অভিযোগ উঠেছে বাংলার প্রশাসনের পক্ষে। সে ক্ষেত্রে এই বৈঠকে এই সীমান্ত সমন্বয় র বিষয়টি তুলতে পারেন মমতা।
advertisement
বৈঠকের পাশেই আরও একটি বিষয় আলোচনায় ঘুরছে।। এই বৈঠকের পর মমতা অমিত আলাদা কোন বৈঠক হয় কি না সে দিকেও তাকিয়ে রাজনৈতিক মহল। বুধবারই দিল্লির ঘটনার প্রেক্ষিতে জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি পূজা দিয়েছেন মমতা। দিল্লি কান্ডের পর মমতা অমিত সাক্ষাৎ অন্য কোনও মাত্রা যোগ করে কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 27, 2020 3:18 PM IST
