'বাংলার পাশে থাকার জন্য ধন্যবাদ', কমিশনের সিদ্ধান্ত নিয়ে মহাজোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুখ্যমন্ত্রীর
Last Updated:
#কলকাতা: মঙ্গলবার অমিত শাহের রোড-শোতে অশান্তির ঘটনার একদিন পরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পরে প্রথমবার সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে কমিয়ে দেওয়া হয়েছে প্রচারের সময়সীমা । কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মহাজোটের নেতারা। কংগ্রেস, সপা, বসপা ও তেলগু দেশম পার্টি । আজ তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সপ্তম ও অন্তিম পর্বের ভোটগ্রহণের আগে গতকালই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের । যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নিয়ে শাসকদলের সুবিধা করে দিয়েছে কংগ্রেস। অখিলেশ যাদব জানিয়েছেন কমিশনের সিদ্ধান্ত সম্পূর্ণ গণতন্ত্র বিরোধি ও মমতাকে সমর্থনও জানিয়েছিলেন তিনি। ট্যুইটারে মায়াবতী জানিয়েছিলেন মোদি সরকার অনেকদিন থেকেই পশ্চিমবঙ্গকে টার্গেট করছে ও কমিশনের সিদ্ধান্তে তা স্পষ্ট হয়ে গিয়েছে ।
advertisement
The EC's decision to call off campaigning in Bengal is against all norms of democratic fair play. I fully support @MamataOfficial ji in her fight to stop the undemocratic march of the two and a half men who have used and abused every institution of our country for their own gain.
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 15, 2019
advertisement
advertisement
It's high time the ECI acts on the complaints made by opposition parties to restore its credibility and fulfill its constitutional mandate of conducting free and fair elections. The institutional integrity of the ECI & integrity of the democratic process of elections is at stake. — N Chandrababu Naidu (@ncbn) May 15, 2019
advertisement
पीएम श्री मोदी व इनके चेले के नेतृत्व में उनकी पूरी पार्टी व सरकार ने एक सोची-समझी रणनीति के तहत ममता सरकार को काफी लम्बे समय से टारगेट किया हुआ है तथा अब इस लोकसभा चुनाव में भी इनको षड्यन्त्र के तहत् टारगेट किया जा रहा है ताकि जनता का ध्यान अपनी कमियों व विफलताओं से बांट सकें।
— Mayawati (@Mayawati) May 16, 2019
advertisement
আজ নিজের ট্যুইটারে অখিলেশ যাদব, মায়াবতী,কংগ্রেস ও চন্দ্রবাবু নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Thanks and gratitude to @Mayawati, @yadavakhilesh, @INCIndia, @ncbn and others for expressing solidarity and support to us and the people of #Bengal. EC's biased actions under the directions of the #BJP are a direct attack on democracy. People will give a befitting reply — Mamata Banerjee (@MamataOfficial) May 16, 2019
advertisement
তিনি লিখেছেন তাঁকে ও বাংলার মানুষকে সমর্থন করার জন্য ধন্যবাদ । কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেহাতই বিজেপির নির্দেশ ও এটি গণতন্ত্রকে আক্রমণ করেছে । তবে এর সঠিক জবাব মানুষই দেবেন, জানিয়েছেন মমতা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2019 11:51 AM IST