৬ বছরের জন্য তৃণমূল চেয়ারপার্সন নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

ফের তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে ৬ বছরের জন্য চেয়ারপার্সন হিসেবে

#কলকাতা: ফের তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে ৬ বছরের জন্য চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নেতাজি ইন্ডোরে ঘোষণা করলেন মুকুল রায় ৷
বাংলাকে টার্গেট করেছে সংঘ পরিবার। টাকা দিয়ে সোশ্যাল নেটাওয়ার্কিং সাইটে মিথ্যে কুৎসা রটানো হচ্ছে। দেশের সামনে সবথেকে বড় বিপদ এখন বিজেপি। দলীয় কর্মী নেতাদের সামনে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। লক্ষ্য দু’হাজার উনিশ। কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে সমস্ত আঞ্চলিক শক্তিগুলোকে জোট বাঁধতে বললেন তিনি। মমতার অভিযোগ, শাসনের নামে স্বেচ্ছাচারিতা চালাচ্ছে মোদি সরকার। পালটা আঘাত করার এটাই উপযুক্ত সময়।
advertisement
সরাসরিই বলেছিলেন। বিজেপির মিশন বাংলা হলে, তাঁর দলেরও টার্গেট হবে নয়াদিল্লি। শুক্রবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনী বৈঠকেও দলীয় কর্মীদের উদ্দেশে একই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প‍ঞ্জাব, বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন। বিজেপির মোকাবিলায় আঞ্চলিক দলগুলোকে জোট বাঁধতে বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
advertisement
লোকসভা ভোটের এখনও অনেকটাই দেরি। দু’হাজার উনিশ। তাহলে এত আগে থাকতেই কেন একজোট হওয়ার আহ্বান তৃণমূল কংগ্রেস নেত্রীর? মমতার অভিযোগ, ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে গেরুয়াশিবির। প্রত্যাঘাতের উপযুক্ত সময় এটাই।
advertisement
উত্তরপ্রদেশে বিধানসভা ভোট বিজেপির বিপুল জয়ের পরই ইভিএমে গলদ থাকার অভিযোগ তোলেন মায়াবতী। তৃণমূল কংগ্রেস নেত্রীও তদন্তের দাবি করেন। একই অভিযোগে নিয়ে সংসদে সরব হয় অন্যান্য বিরোধীরাও।
তৃণমূল নেত্রীর অভিযোগ, দেশজুড়ে ভয়ের পরিবেশ তৈরি করছে বিজেপি। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলেই সিবিআইকে ব্যবহার করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৬ বছরের জন্য তৃণমূল চেয়ারপার্সন নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement