Mamata On Awas Yojana: 'সারা বাংলায় পাকা বাড়ি করে দেব', আরও ২৪ লক্ষ...! আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতার! কবে পাবেন টাকা? বলে দিলেন দিনক্ষণ

Last Updated:

Mamata On Awas Yojana: "আগামী ১০ বছর বাদে যদি আমার মৃত্য হয় আমি চাই না আমার নামে কোনও স্ট্যাচু হোক। মানুষ মনে রাখে তাঁর কাজে, আর তাঁর ছবি হৃদয়ে থাকে।" এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আবাস নিয়ে বিরাট ঘোষণা
আবাস নিয়ে বিরাট ঘোষণা
কলকাতা: “আগামী ১০ বছর বাদে যদি আমার মৃত্য হয় আমি চাই না আমার নামে কোনও স্ট্যাচু হোক। মানুষ মনে রাখে তাঁর কাজে, আর তাঁর ছবি হৃদয়ে থাকে।” এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার একটি বৈঠকের শেষে মমতা লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার মতো নানা প্রসঙ্গে একাধিক ঘোষণা করেন। এই সময় তিনি দলের নেতাদের উদ্দেশ্যে দেন বার্তা। একইসঙ্গে আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “নিজের নামে প্রোগ্রাম এটা সাপোর্ট করি না। কিন্তু আমি যখন কথা দিই, আমি সেটা করে দিই। আমার দায়বদ্ধতা মানুষের কাছে। তারপর দলের কাছে। এটা বাংলার বাড়ি হবে। টাকাটা যখন আমরা দিচ্ছি তখন আমাদের নামেই হবে।
advertisement
সুফল বাংলা আরও বাড়াতে হবে।”
advertisement
মমতা বলেন, “৩৬ লক্ষ মাটির বাড়ি আছে আমি যতদূর জানি। অনেকে আছে সার্ভের নামে একটা পাকা দেওয়াল থাকলে তুমি তাহলে বাদ দেবে কেন? গ্রামে আমি গিয়েছি। সাঁতার কাটতে জানি, পাঁচিলে উঠতে জানি। ক্লাস ৭ পর্যন্ত পরীক্ষা হয়ে গেলে গ্রামে যেতাম আমি। আমরা বলেছিলাম ১১ লক্ষ বাড়ি দেব। সেটা আরও ১ লক্ষ বাড়িয়ে দিয়েছি। আমাদের সরকার ১৫ই ডিসেম্বর থেকে ৩০-এ ডিসেম্বরের মধ্যে টাকা দিতে শুরু করবে। ১২ লক্ষ দেওয়ার পরেও আমাদের আরও বাকি থাকবে ২৪ লক্ষ। আরও ধাপে ধাপে যখন টাকা আসবে, তখন দেব। আরও ২৪ লক্ষ দিতে দু-তিন বছর সময় নেব। সারা বাংলায় পাকা বাড়ি করে দেব। টাকাটা জোগাড় করতে হবে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata On Awas Yojana: 'সারা বাংলায় পাকা বাড়ি করে দেব', আরও ২৪ লক্ষ...! আবাস নিয়ে বিরাট ঘোষণা মমতার! কবে পাবেন টাকা? বলে দিলেন দিনক্ষণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement