অবশেষে রোজভ্যালিকাণ্ডে জামিন পেলেন সুদীপ, কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
Last Updated:
অবশেষে রোজভ্যালিকাণ্ডে জামিন পেলেন সুদীপ, কী প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ?
#কলকাতা: রোজভ্যালিকান্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে ওড়িশা হাইকোর্ট। শর্তাধীন জামিনের এই নথি আজ হাতে পেলেও আইনি প্রক্রিয়া শেষ করে সম্ভবত শনিবারই মুক্তি পাবেন তৃণমূলের সাংসদ।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জামিনের খবর পাওয়ার পর তৃণমূল সু্প্রিমো বলেন, ‘সুদীপদার শরীর খুব খারাপ ৷ খুব কষ্ট পাচ্ছিল ৷ দেখে এসেছিলাম ওকে ৷ জামিনে মুক্ত হয়েছেন সুদীপ৷ ফিরে এসে উনি বিশ্রাম নিন ৷’
৩ জানুয়ারি রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। জেল হেফাজতে যাওয়ার পর থেকেই অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি ছিলেন সুদীপ। বার বার আদালতে তৃণমূল সাংসদের জামিনের বিরোধীতা করে সিবিআই।
advertisement
advertisement
আদালতে সওয়াল-জবাব
---অসুস্থতার নাটক করছেন সুদীপ
---আদালতে অভিযোগ জানায় সিবিআই
----অভিযোগকে চ্যালেঞ্জ করে সমস্ত মেডিক্যাল নথি জমা দেন সুদীপের আইনজীবী
অবশেষে সাড়ে চার মাস পর জামিন পেলেন উত্তর কলকাতার সাংসদ। শারীরিক অসু্স্থতার কারণে এদিন তাঁকে জামিন দেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি জে পি দাস। তবে শর্তসাপেক্ষে।
কী শর্তে জামিন,
---২৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দিতে হবে
advertisement
---তদন্তকারীদের কাছে জমা রাখতে হবে পাসপোর্ট
---তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে
জামিন পেলেও, সম্ভবত শনিবারের আগে ছাড়া পাচ্ছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায়। আইন অনুসারে,
কোন পথে মুক্তি
----হাইকোর্টের জামিনের নথি পৌঁছবে নিম্ন আদালতে
--নিম্ন আদালতে জমা দিতে হবে ২৫ লক্ষ টাকা ও পাসপোর্ট
-- নিম্ন আদালতের নথি যাবে জেলে
--তারপরই ছাড়া পাবেন সাংসদ
advertisement
---এই প্রক্রিয়া একদিনে শেষ করা সম্ভব নয়
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই জামিন সিবিআইয়ের কাছে বড় ধাক্কা। তাই এই জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই জামিন ভবিষ্যতে আরেক সাংসদ তাপস পালের মামলাতেও দৃষ্টান্ত হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 19, 2017 3:08 PM IST