#কলকাতা: চলছে পঞ্চায়েত ভোটের গণনা। পঞ্চায়েত নিয়ে প্রধানমন্ত্রীকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষায়,
তিনি আও জানান,
সবশেষে মুখ্যমন্ত্রী জানান, '' অনেক জয়ী নির্দল প্রার্থী যোগাযোগ করছেন। তাঁদের জানিয়েছি, পরে কথা হবে!
প্রসঙ্গত, দু'দিন আগে, কর্ণাটকে বিজেপি-র ফল নিয়ে উচ্ছ্বাস প্রকাশের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় উঠে এসেছিল বাংলার পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ ৷ বাংলার পঞ্চায়েত নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মোদি জানিয়েছিলেন ''পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ৷ ’'
অন্যদিকে কিন্তু, কর্ণাটক নির্বাচনের ফলে খুশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার গঠনে কংগ্রেস-জেডিএস সমঝোতার পর জেডিএস নেতা এইচডি দেবেগৌড়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই সমঝোতা ভোটের আগে হলে দক্ষিণের রাজ্যে ফল অন্যরকম হতে পারত!
আরও পড়ুন-বাংলার ভোটে গণতন্ত্রের হত্যা: মোদি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Panchayat Results, Election Commission, Exit poll result 2018 West Bengal, Live West Bengal Panchayat Poll, Mamata Banerjee, Narendra Modi, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮