জয় শ্রীরাম একটি ধর্মীয় স্লোগান, ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাচ্ছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়
Last Updated:
#কলকাতা: বিজেপির 'জয় শ্রীরাম' স্লোগানকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি নিয়ে অনেক কথা উঠেছিল বিজেপি মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে নৈহাটি যাওয়ার পথে ' জয় শ্রীরাম' আওয়াজ শুনে গাড়ি থেকে নেমে গিয়ে প্রতিবাদ করেন। তারপর বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ মমতা বন্দ্যপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করেন। তারপরই আজ ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন। তিনি লেখেন, 'জয় শ্রীরাম একটি ধর্মীয় স্লোগান। বিজেপি ধর্মীয় স্লোগানকে ব্যবহার করে রাজনীতি করছে।" আর ঠিক এই জায়গাতেই আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি ওই পোস্টে আরও লেখেন, "আমি সবাইকে জানাতে চাই বিজেপি তাঁদের কিছু মিডিয়া বা চ্যানেলের মাধ্যমে ভুয়ো খবর প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। সত্যিটাকে চাপা দেওয়া হচ্ছে। আমাদের সমাজের উন্নরির জন্য কাজ করেছেন রাম মোহন থেকে শুরু করে বিদ্যাসাগরের মতো মানুষরা। আর বিজেপি এখন বাঙালিকে টার্গেট করেছে তাদের নোংরা রাজনীতিকে সফল করার জন্য। আমার কোনও স্লোগান নিয়েই কোনও সমস্যা নেই। জয় হিন্দ বন্দেমাতরম আমাদের স্লোগান। সিপিআইএমের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। অন্যদের আরও অনেক স্লোগান আছে। জয় শ্রীরাম, জয় রামজি কি, রাম নাম সত্য হে এগুলো সমাজের একটা রীতি । আমরা অবশ্যই এই ডাক গুলোকে সম্মান করি। কিন্তু বিজেপি এই ধর্মীয় স্লোগানকে তাদের দলের স্লোগান হিসেবে কাজে লাগাচ্ছে। ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো হচ্ছে।" তিনি আর আরও লেখেন, " এই ভাবে সবাইকে বেশি দিন বোকা বানানো যাবে না। আমি বিজেপির এই কাজকে কখনই সমর্থন করি না। করবো না। বিজেপি কর্মীদের একাংশ ঘৃণা ছড়াচ্ছে। এই পরিস্থিতি অনভিপ্রেত।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2019 7:06 PM IST