Mamata Banerjee's Exclusive Interview: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? কে হবেন তাঁর উত্তরসূরি? উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো!

Last Updated:

Mamata Banerjee's Exclusive Interview: দলের অন্দরে বাইরে বারবারই উঠেছে এই প্রশ্ন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে দেবেন নেতৃত্ব? কে হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উত্তরসূরি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: দলের অন্দরে বাইরে বারবারই উঠেছে এই প্রশ্ন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে দেবেন নেতৃত্ব? কে হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উত্তরসূরি? মুখ্যমন্ত্রীর একান্ত আলাপচারিতায় নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর ইস্ট বিশ্ব মজুমদারকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রশ্ন উঠতেই স্পষ্ট উত্তর দিয়ে দিলেন মমতা।
মমতা সাফ জানালেন, “উত্তরসূরি কে হবে, দল ঠিক করবে৷ মানুষ আছেন, দলীয় কর্মীরা আছেন৷ মানুষ ছাড়া কিছুই সম্ভব নয়৷ বার্তা খুব পরিষ্কার তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল৷ আমিত্ব কাজ করবে না৷ দল ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে৷ এখানে আমিত্ব কাজ করবে না৷”
advertisement
advertisement
একইসঙ্গে দল প্রসঙ্গে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, “আমার কথাই শেষ কথা, একথা বলিনি৷ আমি আমিত্বে বিশ্বাস করি না৷ সব মানুষই আমার পরিবার৷ বুথের একজন কর্মীও আমার সম্পদ৷ দল সবার, আমার একার নয়৷”
advertisement
একান্ত সাক্ষাৎকারে আরজি কর আন্দোলন থেকে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল, ইন্ডিয়া জোট-সহ একাধিক বিষয়ে মুখ খোলেন মমতা। মন্তব্য করলেন তৃণমূলের এক সময়ের ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দল প্রসঙ্গেও।
আরজি কর আন্দোলন প্রসঙ্গে এদিন মমতা বলেন, “যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু প্রমাণিত হয়েছে এর মধ্যে রাজনীতি ছিল৷ সবাইকে বলছি না৷ কিন্তু প্রমাণিত হয়েছে এর পিছনে ষড়যন্ত্র ছিল৷ প্রথম প্রথম আমরা অনেকেই কিছু বুঝতে পারি না৷ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে৷ কিন্তু যেভাবে এই ঘটনা তুলে ধরা হয়েছিল।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee's Exclusive Interview: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? কে হবেন তাঁর উত্তরসূরি? উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement