Mamata Banerjee: 'খেলা হবে' থেকে 'SHE', এক ডজন সম্ভার নিয়ে ফের 'সুপারহিট' মুখ্যমন্ত্রী!
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee: এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি বই প্রকাশিত হয়েছে ইংরেজি ভাষায়। বাকি ১০টি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে।
#কলকাতা: মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) এক ডজন বই। বইমেলায় মুখ্যমন্ত্রীর এই বই ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বই প্রেমীদের মধ্যে। এর মধ্যে দুটি বই প্রকাশিত হয়েছে ইংরেজি ভাষায়। বাকি ১০টি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রী, লহ প্রণাম মহীয়সী ছড়ায় ছড়ায়, কলম, খেলা হবে, কলকাতার দূর্গোৎসব, কবিতাবিতান, কোভিডের দিনলিপি, দুয়ারে সরকার, শিশুমন, গদ্যসমগ্র এই ১০টি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। বাকি দুটি ইংরেজি বই SHE ও DUARE SARKAR প্রকাশিত হয়েছে।এর মধ্যে অন্যধরণের বই হচ্ছে 'কোভিডের দিনলিপি'। এটা আসলে একটা ডায়েরি। যেখানে করোনা অতিমারীতে কীভাবে প্রশাসন কাজ করেছে, কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে, প্রশাসনিক পদক্ষেপ তার সব কিছুই আছে এই বইয়ে।
আর একটি অন্য ধরণের বই হচ্ছে, "লহ প্রণাম মহীয়সী ছড়ায় ছড়ায়"। এই বইয়ে বাংলার ৫০ জন মহীয়সী'কে নিয়ে কবিতার সংকলন। ভগিনী নিবেদিতা, মাতঙ্গিনী হাজরা, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, আরতি সাহা, সুচিত্রা ভট্টাচার্যর কথা। এই বইয়ে উল্লেখ আছে সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাহিনীও। কলকাতার দূর্গোৎসব বই আসলে কলকাতার পুজো নিয়ে ইতিহাস। সর্বজনীন দূর্গোৎসবের বিশ্বজনীন হয়ে ওঠার চিত্র তুলে ধরা হয়েছে এই বইয়ে।
advertisement
advertisement
একটি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের শিল্পের বিকাশ। পুজোর কার্নিভাল যা উৎসব হয়ে উঠেছে সেই সব কাহিনি লিপিবদ্ধ হয়েছে এই বইয়ে।রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল দুয়ারে সরকার। মানুষের দুয়ারে পৌছে যাচ্ছে সরকারি পরিষেবা। সরকার ও প্রশাসন যে ভাবে জনমুখী ভূমিকা পালন করতে পারে তার উল্লেখ রয়েছ এই বইয়ে। দুই ভাষাতেই প্রকাশিত হয়েছে এই বই।
advertisement
এছাড়া এবারে মমতা বন্দোপাধ্যায়ের অন্যতম নজরকাড়া বই হল 'খেলা হবে'। বাংলার বিধানসভা ভোটে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই খেলা হবে স্লোগান। বিধানসভা ভোটে মমতা বন্দোপাধ্যায়ের বিশেষ বক্তব্য বইয়ের আকারে সংগৃহীত হয়েছে। এছাড়া শিশুদের জন্যে রয়েছে ছোট ছোট কবিতা। যা প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর 'শিশুমন' বইয়ে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 9:35 AM IST