Mamata Banerjee: কালীপুজোয় বাজি ফাটানো নিয়ে সাবধান হোন, উদ্বোধনে গিয়ে বার বার সতর্কবার্তা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এ দিন কলকাতার বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধনে করেন মুখ্যমন্ত্রী৷ উত্তর কলকাতার গিরিশ পার্কের পর মুখ্যমন্ত্রী পৌঁছন জানবাজারের কালীপুজোর উদ্বোধনে৷
কলকাতা: দুর্গাপুজোর মতোই নির্বিঘ্নে কালীপুজোর আয়োজন করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি, শব্দ বাজি ফাটানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্যও বারংবার অনুরোধ করলেন তিনি৷
এ দিন কলকাতার বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধনে করেন মুখ্যমন্ত্রী৷ উত্তর কলকাতার গিরিশ পার্কের পর মুখ্যমন্ত্রী পৌঁছন জানবাজারের কালীপুজোর উদ্বোধনে৷ সেখান থেকে শেক্সপিয়র সরণীর একটি কালীপুজোর উদ্বোধনে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই এলাকাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের মধ্যেই পড়ে৷
সেই পুজোর উদ্বোধনে গিয়েই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এলাকায় অনেকে বহুতলে থাকেন। তাঁদের একটা কথাই বলব, বাংলাকে ভালবাসুন। আমার খারাপ লাগে কেউ কেউ ভোটবাক্সে বাঙালি, অবাঙালি করে দেয়। আমরা সবাই সবাই কে নিয়ে চলব। এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে পরেও। লোকসভাতে আমি দেখেছি এই বুথে ৯০০টা ভোট থাকলে ১টা আমরা পেয়েছি। এটা কেন পাবে? বিধানসভায় আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। বাংলাটা কাদের? যাঁরা বাংলার জন্য তাঁদের। এখানে কেউ প্রশ্ন করবেন না কার কী জাত, কোন ধর্ম, নিরামিষাসী না কি আমিষাসী!’
advertisement
advertisement
আরও পড়ুন: ওটিপি দেননি, লিঙ্কেও ক্লিক করেননি! তবু বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব ১৬ লক্ষ, তাজ্জব পুলিশও
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে গ্রামাঞ্চলে দুর্দান্ত ফল করলেও শহরাঞ্চলের ভোটারদের প্রবণতা শাসক দলের উদ্বেগ কিছুটা বাড়িয়েছে৷ কলকাতা পুরসভা এলাকাও তার ব্যতিক্রম নয়৷ শহরের বহুতলগুলির বাসিন্দাদের একটা বড় অংশও গত লোকসভা নির্বাচনে শাসক দলের থেকে মুখ ফিরিয়েছিলেন বলে ভোটের ফলের বিশ্লেষণে উঠে এসেছিল৷ এ দিন সম্ভবত সেই অ অংশের ভোটারদেরই বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement
শেক্সপিয়র সরণীর পর দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকাতেও কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিন জায়গাতে গিয়েই দুর্গা পুজোর মতো কালীপুজোও নির্বিঘ্ন সম্পন্ন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, শব্দ বাজি না ফাটানোর বিষয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 6:22 PM IST