Mamata Banerjee: 'ফুটফুটে হয়েছে, দেখে খুব খুশি হয়েছি...' লালুর নাতিকে দেখতে হাসপাতালে মমতা 'মুখ্যমন্ত্রী আমার লোকাল গার্জেন' বললেন তেজস্বী

Last Updated:

Mamata Banerjee: লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব-স্ত্রী রাজশ্রীর ঘরে এল পুত্র সন্তান। ২০২৩ সালে কন্যা সন্তান হয়েছিল তেজস্বী-রাজশ্রীর। এক্স হ্যান্ডলে ছেলের ছবি দিয়ে পোস্ট করেন তেজস্বী যাদব। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান হাসপাতালে তেজস্বীর ছেলের মুখ দেখতে।

তেজস্বীর সন্তানকে দেখতে হাসপাতালে মমতা
তেজস্বীর সন্তানকে দেখতে হাসপাতালে মমতা
কলকাতা: দ্বিতীয়বার বাবা হলেন তেজস্বী যাদব। কলকাতার বেসরকারি হাসপাতালে হল যাদব পরিবারের নতুনতম সদস্যের জন্ম। লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব-স্ত্রী রাজশ্রীর ঘরে এল পুত্র সন্তান।
২০২৩ সালে কন্যা সন্তান হয়েছিল তেজস্বী-রাজশ্রীর। এক্স হ্যান্ডলে ছেলের ছবি দিয়ে পোস্ট করেন তেজস্বী যাদব। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান হাসপাতালে তেজস্বীর ছেলের মুখ দেখতে।
advertisement
হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, “ভাল খবর। বিহারে নির্বাচন তার আগে ভাল খবর। লালুজির সঙ্গে দেখা হয়েছে। সন্তান ভাল আছে। সকলকে অভিনন্দন জানালাম। বাবা-মা দেখতে সুন্দর। সন্তানও ফুটফুটে হয়েছে। দেখে খুব খুশি হয়েছি। মা ভাল আছেন। সামনে নির্বাচন আসছে বাচ্চাটি খুশির খবর নিয়ে আসল। ওঁর বউ ৯ মাস ধরে আছে আমি জানতাম।”
advertisement
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পর তেজস্বী যাদব বলেন, “মুখ্যমন্ত্রী দেখা করতে এসেছেন। তিনি আমার লোকাল গার্জেন। নবরাত্রির সময় হয়েছিল প্রথম সন্তান। নাম কাত্যায়নী দিয়েছিলেন লালুজি। এই বাচ্চার নাম সকলে মিলে ঠিক করব বাবা যেটা বলবেন সেটাই হবে।
আজ মঙ্গলবার হনুমানজির দিন, ভাল দিন।”
advertisement
দাদা তেজ প্রতাপ যাদবের বিষয়ে লালু প্রসাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রসঙ্গে তেজস্বী বলেন,”এটা দলের নিজস্ব বিষয়। আজ এটা আলোচনার সময় নয়। দলের জাতীয় অধ্যক্ষ সিদ্ধান্ত নিয়েছেন সেটাতে সবার সহমত আছে।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'ফুটফুটে হয়েছে, দেখে খুব খুশি হয়েছি...' লালুর নাতিকে দেখতে হাসপাতালে মমতা 'মুখ্যমন্ত্রী আমার লোকাল গার্জেন' বললেন তেজস্বী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement