'বেহালায় মেট্রো আমার করে দেওয়া, টাকা-জমি আমারই দেওয়া...', পুজো উদ্বোধনে এসে আবেগে ভাসলেন মমতা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: মহালয়ায় শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ, সোমবার একাদশীর দিন দুপুর থেকেই একের পর এক পুজো উদ্ভোধনে স্বমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর পঁচিশের পল্লী, খিদিরপুর চুয়াত্তর পল্লী, আলিপুর কোলাহল, বেহালা নতুন দল, বেহালা বরিশা, একচল্লিশের পল্লী, হরিদেবপুর অজেয় সংহতি থেকে কসবা বোসপুকুর, কসবা তালবাগান ইত্যাদি একাধিক ক্লাবের পুজো উদ্বোধন আজ মুখ্যমন্ত্রীর।
কলকাতা: মহালয়ায় শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ, সোমবার একাদশীর দিন দুপুর থেকেই একের পর এক পুজো উদ্ভোধনে স্বমেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খিদিরপুর পঁচিশের পল্লী, খিদিরপুর চুয়াত্তর পল্লী, আলিপুর কোলাহল, বেহালা নতুন দল, বেহালা বরিশা, একচল্লিশের পল্লী, হরিদেবপুর অজেয় সংহতি থেকে কসবা বোসপুকুর, কসবা তালবাগান ইত্যাদি একাধিক ক্লাবের পুজো উদ্বোধন আজ মুখ্যমন্ত্রীর।
এদিন বিকেলে বরিশা ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে বেহালা প্রসঙ্গে কার্যত আবেগে ভাসলেন মমতা। বেহালার মেট্রোরেলের প্রসঙ্গ উঠতে তিনি বলেন, বেহালাতে মেট্রো রেল তিনি রেলমন্ত্রী থাকাকালীন করে দেওয়া। তিনিই এই প্রকল্পটি অনুমোদন করেছেন। করেছেন অর্থ যোগান এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনিই রাজ্যের তরফে এই প্রকল্পের জমিও যোগ করে দেন বলে মন্তব্য করেন মমতা।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর কথায় বেহালার মানুষকে তিনি ভালবাসেন আর বেহালার মানুষও তাঁকে ভালবাসেন। বেহালার সঙ্গে তাঁর রয়েছে এক অন্যরকম আত্মিক যোগ। একইসঙ্গে মমতা বলেন তাঁর জীবনের সমস্ত বড় সিদ্ধান্তে তা তিনি বেহালাকে ছুঁইয়ে দিয়ে যান কারণ বেহালাই প্রথমবার যখন সংসদে নির্বাচিত সদস্য করে পাঠানো হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 6:19 PM IST