Mamata Banerjee: 'বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই...', কাকলিকে 'বড়' নির্দেশ দিলেন মমতা! জানালেন 'আসল' কারণ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: প্রায় মাসখানেক পর ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই মমতা বিজয়ার শুভেচ্ছা জানান সকলকে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা : প্রায় মাসখানেক পর ফের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই মমতা বিজয়ার শুভেচ্ছা জানান সকলকে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে গর্জে উঠলেন তৃণমূল নেতাদের বাড়িতে একের পর এক ইডি তল্লাশি থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রবল দ্রুততার সঙ্গে মতামতের অপেক্ষা না রেখেই সিদ্ধান্ত গ্রহণ নিয়েও। একইসঙ্গে ইন্ডিয়া থেকে নাম বদল করে ভারত করার মতো কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েও আজ মুখর হন মমতা।
প্রসঙ্গত রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দ্বাদশীর দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, ‘আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবে না বিজেপি। মুখ বুজে সহ্য করছি’।
আরও পড়ুন: পুরী-শিয়ালদহের মধ্যে স্পেশাল ট্রেন…! উৎসবের মরশুমে বাম্পার গিফট পূর্ব রেলের! দেখুন সময়সূচি
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত, তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে’। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এভাবে কেউ কিছু বলল, তার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো যায় কি? মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টও বলেছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে’।
মমতা বলেন, “আমাদের এখানে প্রতিদিন সকাল থেকে রাত রেড হচ্ছে। যারা ইডির ইনভেস্টিগেশন করছিল তাদের নাকি সবাইকে সরিয়ে দিয়েছে। কাদের কথায় করেছে? আমাকে ওসি আইসিদের সরাতে হলে নির্বাচন কমিশনের নিয়ম মেনে করতে হয়েছে। এটা আমার জিজ্ঞাসা এইভাবে দেশ চলবে? স্ট্যান্ডিং কমিটি পটাপট ডিসিশন নিচ্ছে। কাকলির বাড়িতে লক্ষ্মী পুজো। আমি বললাম স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যাও। হঠাৎ করে বলছে ‘ইন্ডিয়া’র নাম কাটাও, ভারত নাম লাগাও।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 3:51 PM IST