Mamata Banerjee: আর পাঁচ জনের সঙ্গেই চড়লেন ট্রেনে, মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে মমতা! দেখুন সেই ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁরা রওনা হন। তবে মুখ্যমন্ত্রী ট্রেনের প্রথম শ্রেণির কামরায় নন। তিনি বাকি যাত্রীদের সাথেই রওনা হন। তবে ট্রেনের যাত্রা পথে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যদের সাথেও দেখা করেন।
কলকাতা: বর্তমানে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেই তিনি জানিয়েছিলেন, ট্রেনে করেই তিনি মাদ্রিদ থেকে বার্সেলোনা যাবেন। তবে প্রথম শ্রেণির কামরায় নয়, ট্রেনের আর পাঁচ জন যাত্রীর সঙ্গেই সাধারণ কামরায় সফর করলেন মুখ্যমন্ত্রী৷
ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স শিল্পপতি ও প্রতিনিধি দলের জন্য আগে থেকেই ট্রেনের টিকিট বুক করা হয়েছিল। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি ট্রেনে মাদ্রিদ থেকে বার্সেলোনা যাবেন। রবিবার মাদ্রিদের সময়ানুযায়ী বেলা ১২টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় ও সফরকারী দলের সদস্যরা স্টেশনে পৌঁছন। তারপরে ট্রেনে করে সেখান থেকে তঁরা রওনা হন বার্সেলোনার উদ্দেশ্যে।
advertisement
advertisement
Today, Hon’ble Chief Minister @MamataOfficial embarked on a train journey from Madrid to Barcelona, embracing the scenic beauty of Spain.
We eagerly anticipate the exciting adventures and interactions that will unfold during her stay in Barcelona.
Few glimpses👇 pic.twitter.com/KvosoBqH82
— All India Trinamool Congress (@AITCofficial) September 17, 2023
advertisement
বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁরা রওনা হন। তবে মুখ্যমন্ত্রী ট্রেনের প্রথম শ্রেণির কামরায় নন। তিনি বাকি যাত্রীদের সাথেই রওনা হন। তবে ট্রেনের যাত্রা পথে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যদের সাথেও দেখা করেন।
advertisement
মাদ্রিদে শিল্প সম্মেলনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাঙালিদের সঙ্গেও দেখা করেছে৷ পাশাপাশি, লা-লিগার সঙ্গে স্বাক্ষর হয়েছে মউ৷ এছাড়া, রিয়াল মাদ্রিদের পরিকাঠামোও দেখে এসেছেন মমতা। এবার তাঁর যাত্রা বার্সেলোনার উদ্দেশে। এখানেও স্থানীয় শিল্পগোষ্ঠীর সঙ্গেও বলার কথা তাঁর৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
September 17, 2023 7:13 PM IST