পুরভোটের প্রস্তুতি, বিশেষ বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

বৈঠকে ডাকা হয়েছে রাজ্য়ের সমস্ত জেলা সভাপতিকে

#কলকাতা: সামনেই পুরভোট৷ তার আগে বিশেষ বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ শুক্রবার বিকেল চারটেয় তৃণমূল ভবনে বিশেষ বৈঠক ডাকা হয়েছে৷ বৈঠকে ডাকা হয়েছে রাজ্য়ের সমস্ত জেলা সভাপতিকে ৷ বৈঠকের গুরুত্ব এতটাই যে, বৃহস্পতিবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের জেলা সভপতি দের অনেককেই ব্যক্তিগত  আলাপচারিতায় মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে থাকতে নির্দেশ দিয়েছেন। চলতি বছরেই কলকাতা হাওড়ার পুরভোট। একইসঙ্গে আরও ৯৩টি পুরসভার ভোটও সামনেই। সময়সীমা পেরিয়ে গেলেও ভোট হয়নি এমন প্রায় ১৭টি পুরসভার ভোটও রয়েছে। সব মিলিয়ে ২০২১ সালে রাজ্য বিধানসভা ভোটের আগে এই বৈঠক হল সেমি ফাইনাল। আর তাই ভোট অধ্যায়ের এই সেমি ফাইনালে কৌশল অবলম্বন করছে শাসক দল।
প্রত্যেক পুরসভা ধরে ধরে রিপোর্ট বানানো হয়েছে দলে। শাসক শিবিরে চর্চা, সারা রাজ্যে দিদিকে বলো অভিযানে কোন জনপ্রতিনিধি কেমন কাজ করেছেন, তার ভিত্তিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর একটি রিপোর্ট বানিয়েছেন। পাশাপাশি পরিষেবা পৌঁছোনর ক্ষেত্রে পুরপ্রতিনিধিদের কার কী ভূমিকা, সেদিকেও বিলক্ষণ নজর রাখছে দল। এহেন পরিস্থিতিতে বছরের শুরুতেই জেলা সভাপতিদের বিশেষ এই বৈঠকে তৃণমূলনেত্রী কী বলেন, সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
advertisement
প্রসঙ্গত, শুক্রবারই উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় বৈঠক করবেন মমতা। রাজনৈতিক  মহলের দাবি, তৃণমূল ভবনের এই বৈঠক থেকেই পুরসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা করতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
advertisement
সৌরভ গুহ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুরভোটের প্রস্তুতি, বিশেষ বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement