কেবল অপারেটদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে কেবল অপারেটদের পাশে পেতে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী থেকে শ্রম দফতরের সামাজিক সুরক্ষার আওতায় এনে অপারেটদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁদের যাবতীয় সমস্যা মেটাতে তৈরি করে দিলেন ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি কমিটি। সেই কমিটিতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছাড়াও মন্ত্রী মলয় ঘটক, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, ডিজি সুরজিৎ করপুরকায়স্থ ও পুলিশ কমিশনার রাজীব কুমারকে রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের কেবল অপারেটরদের স্বাস্থ্যসাথী এবং শ্রম দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে এসে নিশ্চিত পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে কেবল অপারেটদের একেবারে খালি হাতে ফিরিয়ে দেননি মুখ্যমন্ত্রী। তিনি ১ লক্ষ ৩০ হাজার কেবল টিভি অপারেটরদের পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় নিয়ে আসেন। তাঁদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করেন মুখ্যমন্ত্রী।
advertisement
এই সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে মাসে কেবল অপারেটররা ২৫ টাকা করে দেবেন। সরকার দেবে ৩০ টাকা করে। অপারেটরদের ৬০ বছর বয়স হলে ২ লাখ টাকা নগদে পাবেন। আর মাসে দেড় হাজার টাকা করে পাবেন অপারেটররা। কেবল অপারেটরদের সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর যৌথ উদ্যোগে কিছু করতে পারে কিনা, তা নিয়ে মন্ত্রীদের আলোচনা করতে বলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কেবল অপারেটদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement