অ্যাক্সিডেন্টাল পিএম নয়, ডিজাস্টার পিএম নিয়ে ছবি হোক, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার

Last Updated:
#কলকাতা: বক্স অফিসে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক বিজয় রত্নাকর গুট্টের ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ৷ ছবির ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে কংগ্রেস শিবিরে তুমুল উত্তেজনা ৷ এমনকী, কংগ্রেস শিবিরের বহু রাজনৈতিক নেতারা এই ছবিকে বিজেপি-র ‘প্রোপাগান্ডা’ ছবি বলে সমালোচনাও করেছেন ৷ ছবির মুক্তি বন্ধ করার ক্ষেত্রেও অনেকেই আওয়াজ তুলেছেন ৷
আর এবার ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মনমোহনের বায়োপিকের নাম তুলে মোদিকে ‘ডিজিস্টার মিনিস্টার’ নামে  কটাক্ষ করলেন মমতা ৷
শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধন মুখ্যমন্ত্রীর বক্তব্যেও উঠে আসে অ্যাক্সিডেন্টাল পিএম ছবির কথা ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কংগ্রেসের মতো করে রাজনীতি করি না ৷ তাই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস গড়ে তুলি ৷ কিন্তু রাজনীতির নামে যেটা হচ্ছে, সেটা বিকৃত ! ভোটের আগে ছবি বানিয়ে প্রচার ৷ যার নাম দিয়েছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ৷ যদি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে ছবি হয় ? তা হলে ডিজাস্টার পিএম নিয়েও ছবি হওয়া উচিত ৷ ভবিষ্যতে এমন ছবি তৈরি হবে৷ ’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অ্যাক্সিডেন্টাল পিএম নয়, ডিজাস্টার পিএম নিয়ে ছবি হোক, নাম না করে মোদিকে কটাক্ষ মমতার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement