ঋণ মকুব নিয়ে ঋতব্রতর ‘প্রশ্ন’ শেয়ার করে জল্পনা উস্কে দিলেন মমতা

Last Updated:

দেশজুড়ে কৃষকরা ঋণ মকুবের আকুতি জানালেও তাতে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের ৷

#কলকাতা: ২.৫ লক্ষ কোটি অনাদায়ী ঋণ মকুব ৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে ঋণ মকুব কেন্দ্রের ৷  কেন্দ্র কি আদৌ সেই ঋণ মকুব করেছে ?  অর্থমন্ত্রকের কাছে তা জানতে চান সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷
রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ঋণ মকুব হয়েছে ২০১৪-১৭ পর্যন্ত ৷ অনাদায়ী ঋণ মকুব করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ৷  উত্তরে জানিয়েছে অর্থমন্ত্রক ৷ দেশজুড়ে কৃষকরা ঋণ মকুবের আকুতি জানালেও তাতে কোনও হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের ৷ ঋতব্রতর এই প্রশ্নকেই এবার ফেসবুকে নিজের পেজে শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইসঙ্গে এই বিষয় নিজের অবস্থানও স্পষ্ট করলেন তিনি ৷
advertisement
ঋণমকুব নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, দেশজুড়ে ঋণের বোঝায় চরম দুর্দশায় রয়েছেন কৃষকরা ৷ অথচ তাঁদের ঋণ মকুব করার চেয়ে কোনও কর্পোরেট সংস্থার ঋণ মকুবে বেশি উদ্যোগী কেন্দ্র ৷ এর জন্য কেন্দ্রীয় সরকারকে দুর্নীতিগ্রস্থ বলেও অভিযোগ তোলেন তিনি ৷ ঋতব্রতর এই বক্তব্যকেই ফেসবুকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর পোস্ট, ‘‘ এদিন সংসদে এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য পড়লাম ৷ আমার খুব অবাক লাগে দেখতে যে দেশের কৃষকরা ঋণ মকুব করতে না পেরে আত্মহত্যাও করছেন ৷ কিন্তু তাতেও সরকারের কোনও হেলদোল নেই ৷ ’’
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট নীচে দেওয়া হল ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঋণ মকুব নিয়ে ঋতব্রতর ‘প্রশ্ন’ শেয়ার করে জল্পনা উস্কে দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement