‘আমার মৃতদেহের উপর দিয়ে প্রয়োগ করতে হবে এই আইন’, CAA ও NRC নিয়ে হুঁশিয়ারি মমতার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সোমবার পথে নামেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
#কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সোমবার পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে শান্তি ফিরিয়ে আনার বার্তাও দেন তিনি ৷ একইসঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর হুঁশিয়ারি, তাঁর জীবন থাকতে এ রাজ্যে CAA ও NRC চালু করা যাবে না ৷
সোমবার রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়। মেয়ো রোডের গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত ৷ এদিন মিছিল শেষে জোড়াসাঁকো র সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, ‘কাউকে বাংলা ছাড়তে দেব না ৷ সব বিরোধীরা একজোট ৷ বিভেদ তৈরি করছে বিজেপি ৷ কোনও প্ররোচনায় পা দেবেন না ৷’ এখানেই শেষ নয় নাগরিকত্ব সংশোধনী আইনের সমালোচনায় সরব নেত্রী বলেন, ‘আপনারা ভোট দেন না? ভোটার তালিকায় আপনার নাম নেই? আপনার ছেলেমেয়ে স্কুলে পড়ে না? আমরা সবাই নাগরিক। আপনি আবার কিসের নাগরিকত্ব দেবে? সিএবি প্রত্যাহার করতে হবে। যতক্ষণ না সিএবি প্রত্যাহার করা হবে, তত ক্ষণ আমরা রাস্তায় থাকব। আমাদের সরকারকে ফেলে দেবে? ফেলে দিন। এই ইস্যুতে আমরা যে লড়াই করছি, তা থামবে না আর।’
advertisement
আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে যাদবপুর ৮বি থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মিছিল হবে। বুধবার মিছিল হবে হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ৷ গত শুক্রবারই আন্দোলনের রূপরেখা তৈরি করে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার থেকেই জেলায় জেলায় চলছে তৃণমূলের শান্তিপূর্ণ-প্রতিবাদ মিছিল।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2019 8:12 PM IST