Mamata Banerjee: 'বাংলার দেখাদেখি করছে অন্য রাজ্যগুলি', কন্যাশ্রী নিয়ে বিরাট ঘোষণা মমতার!
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mamata Banerjee: আজ, মঙ্গলবার জঙ্গলমহলের জেলায় প্রশাসনিক সভায় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।
পুরুলিয়াঃ লোকসভার দিনক্ষণ ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তার আগেই তৃণমূলের নজরে এবার পুরুলিয়া জেলা। আজ, মঙ্গলবার জঙ্গলমহলের জেলায় প্রশাসনিক সভায় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের শাসক দলকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ লক্ষ্য দিল্লি! লোকসভার আগে জঙ্গলমহলের বিধানসভা ভিত্তিক ভোটের কৌশল তৃণমূলের
মুখ্যমন্ত্রী বলেন, ‘কন্যাশ্রীতে ৯৫ লক্ষ মেয়েকে দেওয়া হয়েছে। এবার আরও ১০ লক্ষ হয়েছে। অন্যান্য রাজ্য আমাদের দেখাদেখি কিছু করছে। তারা ৫ জন মহিলা থাকলে ১ জন কে দেয়। আমরা ৫ জনের মধ্যে ৫ জন কেই দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘বিজেপি বিজ্ঞাপন করে, জল নাকি বিজেপি দিচ্ছে, মিথ্যে বলছে। আমরা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিচ্ছি।’
advertisement
advertisement
২০১৯ সালে এই লোকসভা আসন হেরে যায় তৃণমূল কংগ্রেস। ২০২১ সালেও এই জেলার একাধিক বিধানসভায় হার। যদিও পঞ্চায়েত ভোটে এই জেলায় ভাল ফল করে তৃণমূল কংগ্রেস। লোকসভায় হারানো আসন পুনরুদ্ধারে সচেষ্ট তৃণমূল কংগ্রেস। এই জেলার সঙ্গে যুক্ত হয়ে আছে ঝাড়গ্রাম ও বাঁকুড়া লোকসভা আসনও। লোকসভা ভোটের আবহেই আজ তৃণমূল কংগ্রেসের সভা বলে একাংশের দাবি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2024 2:48 PM IST










