Mamata Banerjee: তৃণমূলের টার্গেটে মহিলা ভোট? কালীঘাটের বৈঠকে বড় নির্দেশ দিলেন মমতা

Last Updated:

Mamata Banerjee: বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: সবে মাত্র শেষ হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। আর একমাসও বাকি নেই পঞ্চায়েত ভোটের। এরই মধ্যে কালীঘাটে পঞ্চায়েতের প্রস্তূতি নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়ে পরিস্থিতি। সূত্রের খবর ভাঙড়ের পরিস্থিতি উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাঙড় পরিস্থিতি নিয়ে প্রশাসন আইন শৃঙ্খলার বিষয় দেখছে। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেটা নজরে রাখা হচ্ছে। আমি নিজে সব রিপোর্ট নিচ্ছি।” এর পাশাপাশি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যকে বললেন, “মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করো। বঙ্গ জননীকে আরও কাজে নামাও। শশী আর মালার সঙ্গে কথা বল। ওঁদেরকেও নামাও।”
advertisement
advertisement
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষকে গ্রামে গ্রামে গিয়ে জানান তৃণমূল কংগ্রেস কী কী ভাবে সাহায্য করেছে। প্রচারে প্রতিটি জেলার উন্নয়নের কথা ও তালিকা ধরে রাখতে হবে। বামেদের সময় পঞ্চায়েত নিয়ে মানুষের যে ধারণা ছিল, তা তৃণমূল বদলে দিয়েছে এটা জানান। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তার উল্টোটা করেছে এটা বোঝাতে হবে প্রচারে। আগামী ২২ তারিখ থেকে প্রতি অঞ্চল ধরে ধরে প্রচারে সিনিয়র নেতারা থাকবেন।”
advertisement
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী মণিপুর সামলাতে পারছে না। ওরা হেল্পলেস হয়ে আছে ওখানে। কত কেন্দ্রীয় টিম সেখানে পরিদর্শন করেছে? উড়িষ্যায় কটা কেন্দ্রীয় দল গেছে? আর এখানে বলছে কেন্দ্রীয় বাহিনী পাঠাবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: তৃণমূলের টার্গেটে মহিলা ভোট? কালীঘাটের বৈঠকে বড় নির্দেশ দিলেন মমতা
Next Article
advertisement
Saugata Roy Smoking Controversy: সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! নিজের যুক্তিতেই অনড় তৃণমূল সাংসদ
সংসদ ভবন চত্বরে সিগারেটে টান সৌগতর, আপত্তি দুই কেন্দ্রীয় মন্ত্রীর! তবুও অনড় তৃণমূল সাংসদ
  • সংসদ ভবন চত্বরে সৌগতর সিগারেটে টান৷

  • আপত্তি জানালেন দুই কেন্দ্রীয় মন্ত্রী৷

  • নিজের যুক্তিতে অনড় তৃণমূল সাংসদ৷

VIEW MORE
advertisement
advertisement