Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict: এসএসসি স্বশাসিত সংস্থা, তবে আমরাও চাই তাড়াতাড়ি নিয়োগ হোক: মমতা

Last Updated:

Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict: তিন মাসের মধ্যে নতুন করে বাতিল হওয়া পদে নিয়োগপ্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রেখেছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিল হচ্ছে রাজ্যের প্রায় ২৬ হাজার (২৫,৭৫২) শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যে ৪২৫ (প্রায়) জন ইনসার্ভিস ছিলেন, তাঁদেরকে পূর্বতন চাকরিস্থলে নিয়োগ করতে হবে তিন মাসের মধ্যে।
এই রায়ের পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আমি আরও একটা অবসারভেশন বলছি, ১৫ নম্বর প্যারা, কেন বললাম এই গুলো? আমরা সুপ্রিম কোর্টের বিচার গ্রহণ করছি। আমরা তিন মাসের মধ্যে করে দেব। শিক্ষামন্ত্রীকে বলেছি তিনমাসের মধ্যে প্রসেস করে আমাদের ফিলিংটা জানাতে।’
আরও পড়ুন: কে দেখবে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের খাতা? ক্লাস করাবে কে? ২৫৩০০ চাকরি বাতিলে উঠছে প্রশ্ন
তিনি আরও বলেন, ‘মানবিক ভাবে পাশে দাঁড়াতে এসেছি। কারোর হৃদয়ে ব্যথা হয়। ২৫ হাজার মানে ২৫ হাজার ধরবেন না, কয়েক লক্ষ পরিবার জড়িত আছে। এখানে কেসটাকে করেছিলেন বিকাশবাবু। ওনার তো নোবেল পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। সুকান্তবাবু বলছেন এর জন্য নাকি আমরা দায়ী। আপনারা বললেন যোগ্য অযোগ্য কেন ভাগ করা হল না? সরকারকে কী সময় দিলেন? আমরা তো এই কেসটার জন্য চাকরি দিতে পারছি না। ১ লক্ষ চাকরি দিতে পারছি না। নতুন করে আবেদন নেওয়া হবে। সেটা এসএসসি দেখবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: সুপ্রিম-নির্দেশে চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের, ব্যতিক্রম শুধু এক জন সোমা দাস! কেন?
এদিন সুপ্রিম কোর্টের রায়ে, নতুন করে এই বাতিল পদে চাকরির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে, আমরা তা করে দেব। শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যে বলেছি, এসএসসিকে আমাদের ভাবনা জানাতে। এসএসসি স্বশাসিত সংস্থা। ওরা যেমন ভাল বুঝবে, নিজেদের মতো করে করবে। তবে আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক।’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on SSC Recruitment Scam Verdict: এসএসসি স্বশাসিত সংস্থা, তবে আমরাও চাই তাড়াতাড়ি নিয়োগ হোক: মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement