Mamata Banerjee: বিধানসভা ভোটে তৃণমূল কেমন ফল করবে এবার? চক্রান্ত উড়িয়ে দেবে তৃণমূল! মমতার দাবিতে তোলপাড় বাংলা

Last Updated:

Mamata Banerjee: বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে সভা করল শাসকদলের ছাত্রশাখা।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে সভা করল শাসকদলের ছাত্রশাখা। টিএমসিপির বার্ষিক সমাবেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা করলেন।
আগামী বিধানসভা নির্বাচনে কেমন হবে তৃণমূলের ফলাফল? সরাসরি সভামঞ্চ থেকে জানিয়ে দিলেন মমতা। বললেন, ‘আগামী নির্বাচনে আরও সিট বাড়বে। কারণ আমরা মানুষের কাজ করি, উন্নয়নের কাজ করি। বাংলা যা পারে, অন্যরা কেউ পারে না।’
আরও পড়ুন: এ কী দৃশ্য! বাসন মাজতে মাজতে বাসনের উপরেই প্রস্রাব করলেন পরিচারিকা, দেখুন ভাইরাল ভিডিও
এদিন মমতা বলেন, ‘যারা বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছেন, তাদের কথা কখনও ভুলবেন না, যারা জীবন দিয়ে স্বাধীনতা এনেছে তাদের ভুলবেন না। সংস্কৃতিতে সেরা কে? আমি বলব বাংলা। এই দিনটা আজকের নয়। আমার হাতেখড়ি ছাত্র পরিষদ করে। আমি যোগমায়া দেবী কলেজে ছাত্র পরিষদ করেছিলাম। আমার বিরুদ্ধে কেউ প্রাথী দিতে পারত না। তখন আমাদের কলেজে dso ছিল। আমি লড়াই করে dso কে ভেঙে দিয়েছিলাম। তখন পার্থ দা, অশোকদারা ছিলেন। সুব্রতদার নেতৃত্বে কাজ করতাম। আমার সব মনে আছে। তখন তো তৃণমূল ছাত্র পরিষদ ছিল না। ছাত্র পরিষদ ছিল। আমাকে সব জায়গায় যেতাম। আমার মতো কেউ চেনে না দেশ টাকে।’
advertisement
advertisement
আরও পড়ুন: মুহূর্তে ধেয়ে আসবে ঝড়-বৃষ্টি, তোলপাড় হবে বাংলার ৭ জেলা! আবহাওয়ার বড় আপডেট
এদিন মমতার চ্যালেঞ্জ, ‘যতই চক্রান্ত করো, কোনও লাভ হবে না। ৫০০ টা টিম নিয়ে এসেছে বাড়ি বাড়ি সার্ভে করার জন্য। নাম বাদ দিয়ে দেবে। কাউকে সব ডিটেলস দেবে না। ললিপপ সরকার BDO, SDO, DM-দের ভয় দেখাচ্ছে। ইলেকশন কমিশনের আয়ু তিন মাস। আমাদের কাছে দুর্নীতি এর ভান্ডার আছে খুলে দেবো। ললিপপ সরকার এর ললিপপ বাবু আপনাদের পরিবার এর আইএএস আইপিএস দের দিয়ে চালাচ্ছেন? আপনাদের জোর জলুম মানচ্ছে না। মানবে না। বিনা যুদ্ধে তৃণমূল এক ইঞ্চি জমি ছাড়েনি, ছাড়বে না।’
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিধানসভা ভোটে তৃণমূল কেমন ফল করবে এবার? চক্রান্ত উড়িয়ে দেবে তৃণমূল! মমতার দাবিতে তোলপাড় বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement