Mamata Banerjee on Irrigation: 'প্রতি বছর বাঁধ সারাই, তবু ভাঙল কেন?' ফের রাজীব-শুভেন্দুদের দিকে তির মমতার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee on Irrigation: বাঁধ ভাঙা নিয়ে সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সেই সেচ দফতরের সচিবকে ভর্ৎসনার পাশাপাশি দিঘা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।
কলকাতা: প্রতি বছর বাঁধ তৈরিতে টাকা খরচ হচ্ছে, আর সেই টাকা জলে চলে যাচ্ছে। বুধবার নবান্নে সেচ দফতরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) দাপটে শতাধিক বাঁধ ভেঙেছে রাজ্যে। দিকেদিকে এখনও মানুষের বাড়িঘর সব জলের তলায়। আর ইয়াসের পর ঘূর্ণিঝড় কবলিত হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘা ঘুরে দেখে সেচ দফতরের কাজে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। দিঘার বাঁধ ভাঙার নিয়ে রীতিমতো তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আর বুধবার ফের তা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'প্রতিবছর বাঁধ ঠিক করা হচ্ছে। তা সত্ত্বেও কেন ভাঙছে? দায়বদ্ধতার অভাবে ভুগছে। রিপোর্টের অপেক্ষায় বসে থাকলে চলবে না। দিঘার জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। দিঘার সৌন্দার্যায়ন নষ্ট হয়ে গেছে।'
বাঁধ ভাঙা নিয়ে সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সেই সেচ দফতরের সচিবকে ভর্ৎসনার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মমতার কথায়, 'দিঘায় গাফিলতির জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দিঘার গাফিলতির তদন্ত হবে। সৈকতের রাস্তায় পাথরগুলি ঠিকমতো লাগানো হয়নি। তাই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আমপানের সময় প্রচুর গাছ ভেঙে পড়েছিল, সেগুলি কোথায় গেল? সেগুলি কীভাবে কাজে লাগাবে, সে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।'
advertisement
এদিন রীতিমতো 'হোম ওয়ার্ক' করে বসেছিলেন মমতা। রীতিমতো ক্ষোভ উগড়ে দেন সেচ দফতরের কাজে। বলাবাহুল্য, তাঁর শাসনকালের শেষ কয়েক বছর সেচ দফতরের দায়িত্ব ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর উপর। তাঁরা দুজনেই এখন বিজেপিতে। শুভেন্দু আবার রাজ্যের বিরোধী দলনেতা, স্বয়ং মমতাকে হারিয়েছেন নন্দীগ্রামে। ফলে সেচ নিয়ে মমতার ক্ষোভ হওয়া স্বাভাবিক বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।
advertisement
advertisement
ইয়াসে মোট ৫টি জেলায় মধ্যে মোট ২৯৩টি জায়গা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছে গ্রামীণ এলাকার সেতু, তেমনই রয়েছে সুন্দরবন-সহ ও দিঘা থেকে শঙ্করপুর এলাকার বিস্তীর্ণ ১২ কিলোমিটার সমুদ্র ও নদী বাঁধ। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, 'যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আমাদের এখনই ১৫৭ কোটি টাকা লাগবে সবকিছু ঠিকঠাক করতে। আমরা সেতু ও বাঁধ বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ করার পরেই কাজে হাত দেব।' যদিও এদিন মুখ্যমন্ত্রী তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়েছেন সেচ দফতরের থেকে।
advertisement
একইসঙ্গে এদিন তিনি বলেন, '৫ কোটি ম্যানগ্রভ সুন্দরবনে, ৫ কোটি দক্ষিণ ২৪ পরগনা ও ৫ কোটি উত্তর ২৪ পরগনায় ম্যানগ্রোভ লাগাতে হবে। বন ও পরিবেশ দফতরকে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর প্রকল্প দেওয়া হোক।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2021 3:32 PM IST