Mamata Banerjee on 21 july: শৃঙ্খলাই শেষ কথা! দলে থাকতে গেলে কী কী করতে হবে জানিয়ে দিলেন মমতা

Last Updated:

২১শে জুলাই থেকেই তৃণমূলের ২০২৬ সালের বিধানসভা ভোটে লড়ার প্রস্তুতি। অতিরিক্ত আত্মবিশ্বাস ঝেড়ে ফেলে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করায় জোর দিচ্ছে দল। দলকে আরও বেশি করে জনমুখী করার বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পারফরম্যান্স দেখেই পদ। পুরনো-নতুন ভারসাম্য রেখেই চলতে হবে। জাতীয় রাজনীতিতে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করা মমতার উদ্দেশ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোট এখন তৃণমূলের পাখির চোখ। চলতি বছর লোকসভা ভোটের ফলাফলের পর দলের কমজোরী জায়গাগুলোও অধিক যত্ন সহকারে দেখা হচ্ছে তৃণমূলের অন্দরে। সে দিক থেকে, ২০২৪ সালের ২১ জুলাইয়ের তাৎপর্য আলাদাই। অতিরিক্ত আত্মবিশ্বাস ঝেড়ে ফেলে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার চেষ্টা করছেন দলের নেতারা।
দলকে আরও বেশি করে জনমুখী করার বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার থেকে পারফরম্যান্স দেখেই পদ। পুরনো-নতুন ভারসাম্য রেখেই চলতে হবে বলে জানান তিনি। জাতীয় রাজনীতিতে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করা তাঁর লক্ষ্য বলে জানান মমতা।
তৃণমূল সুপ্রিমো জানান, দলীয় শৃঙ্খলাই শেষ কথা। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়ার ঘটনায় তার প্রমাণও মিলেছে।
advertisement
advertisement
মমতার সাফ কথা, “লোকসভায় একাধিক আসন পেয়ে ঘরে বসে থাকলাম তা চলবে না। দল একাধিক কর্মসূচী নিচ্ছে। তার পাশাপাশি স্থানীয় ভাবে জনসংযোগ করায় কোনও ফাঁকি দেওয়া যাবে না। পারফরম্যান্স শেষ কথা। পদ আঁকড়ে বসে থাকলাম, আর ফল দিতে পারলাম না, এটা চলবে না।” তিনি জানান, পঞ্চায়েত, পুরসভা থেকে সাংগঠনিক নেতা প্রত্যেকে কে কী কাজ করছেন তার মূল্যায়ণ করবে দল।
advertisement
মমতা জানান, নেতা ধরে পদোন্নতি আর নয়। কাজই হবে দলীয় পদোন্নতি ও ভোটে লড়ার মাপকাঠি। বেশি করে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে হবে। দলের কথা দলের অন্দরেই বলতে হবে। তাঁর কথায়, “সাংসদ হয়ে গেলাম মানে দিল্লি অভিমুখে চলে গেলাম তা নয়। নিজের এলাকায় নিয়মিত সময় দিতে হবে।”
advertisement
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াবেন মমতা। জোটে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে তৃণমূল। কিন্তু কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের দাদাগিরি না-পসন্দ। বিভাজনের রাজনীতি নয়, উন্নয়নের অস্ত্রেই বাজিমাত। ২১ জুলাইয়ের এলাহি আয়োজন ও প্রস্তুতি ইতিমধ্যেই নজরে এসেছে। ধর্মতলায় সমাবেশে
হাজির থাকবেন সব সাংসদ, বিধায়করা। হাজির থাকতে পারেন ইন্ডিয়া জোটে শামিল হওয়া দুই শরিকের প্রতিনিধিরা। আসবেন অখিলেশ যাদব, কিরণময় নন্দ ও উদ্ধব শিবিরের নেতারা। হতে পারে যোগদান, ২১শের মঞ্চেই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on 21 july: শৃঙ্খলাই শেষ কথা! দলে থাকতে গেলে কী কী করতে হবে জানিয়ে দিলেন মমতা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement