Mamata Banerjee: ‘ভাই, ভাইয়ের বউকে ভয় দেখিয়ে...!' বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ! বিধানসভায় বিস্ফোরক মমতা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Banerjee: সোমবার বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে মন্তব্য করেন। ভাষণের মাঝে তিনি বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ আনেন। এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, বিজেপি তাঁর পরিবারের সদস্যদেরও ভয় দেখাতে ছাড়ছে না।
কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে এবার বিরাট অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে মমতার সরাসরি অভিযোগ, তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়কে ‘ভয় দেখিয়ে, জোর করে’ দলে যোগদান করাতে চেয়েছিল গেরুয়া শিবির। সোমবার বিধানসভায় জবাবি ভাষণে এমন বিস্ফোরক দাবি তুললেন মুখ্যমন্ত্রী। ভাই ও তাঁর স্ত্রীর নাম উল্লেখ না করেই এই অভিযোগ করেন মমতা।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার জবাবি ভাষণে বলেন, বিজেপি ভয় দেখিয়ে নিজেদের দলে নিতে চেয়েছিল তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রীকে। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, ‘‘আমার ভাই এবং ভাইয়ের বৌকে ভয় দেখিয়ে, জোর করে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু, ওরা যায়নি।"
advertisement
advertisement
সোমবার বিধানসভায় বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে মন্তব্য করেন। ভাষণের মাঝে তিনি বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ আনেন। এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, বিজেপি তাঁর পরিবারের সদস্যদেরও ভয় দেখাতে ছাড়ছে না। গেরুয়া শিবিরে যোগ দিতে তাঁর পরিবারকে চাপ দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবুও বিজেপির চাপের কাছে তাঁরা মাথা নত করেননি। মমতা বলেন, ‘ভয় দেখিয়ে আমার ভাই, ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু তাঁরা আমাকে খুব ভালোবাসে। তাঁদের উপর হাজার চাপ দেওয়া সত্ত্বেও ওরা যায়নি।’
advertisement
উল্লেখ্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। সেই সময় বিরোধী দলনেতাকে পাল্টা নিশানা করে কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কালীঘাটে পদ্ম ফোটাতে পারেনি বলেই শুভেন্দু এসব করছে।’ এরপর বিধানসভায় দাঁড়িয়ে এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 6:59 PM IST

