নারীর ক্ষমতায়ন নিয়েই অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা! জানুন মুখ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি

Last Updated:

Mamata Banerjee London Visit: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে যাচ্ছেন। তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছে গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন এবং অক্সফোর্ডে বক্তব্য রাখবেন।

মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরবেন। রাজ্যের তরফে একটি শিল্প প্রতিনিধি দলও লন্ডনে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো নিয়ে তথ্য উপস্থাপন করবে।
মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরবেন। রাজ্যের তরফে একটি শিল্প প্রতিনিধি দলও লন্ডনে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো নিয়ে তথ্য উপস্থাপন করবে।
কলকাতা:  লন্ডন সফরে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতেই কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল দুপুর নাগাদ তাঁর লন্ডনে পৌঁছানোর কথা।
এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার তিনি ভারতীয় হাই কমিশনে বৈঠক করবেন। এর পর মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত হবে বড় শিল্প বৈঠক, যেখানে একাধিক আন্তর্জাতিক শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরবেন। রাজ্যের তরফে একটি শিল্প প্রতিনিধি দলও লন্ডনে যাচ্ছে, যারা পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামো নিয়ে তথ্য উপস্থাপন করবে।
advertisement
advertisement
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে (Kellogg College) নারীর ক্ষমতায়ন বিষয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। শুক্রবার লন্ডন থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী এবং শনিবার তাঁর কলকাতায় ফেরার কথা।
advertisement
প্রথমে পরিকল্পনা ছিল, শনিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরোতে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তা স্থগিত হয়। পশ্চিম লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, যার কারণে শুক্রবার ১৮ ঘণ্টার জন্য বিমান ওঠানামা বন্ধ ছিল।
advertisement
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ফের বিমান চলাচল শুরু হয়েছে। আগে গ্যাটউইক বিমানবন্দরে বিকল্প অবতরণের কথা ভাবা হলেও, এখন নিশ্চিতভাবে হিথরোতেই নামবেন তিনি।
বাংলা খবর/ খবর/কলকাতা/
নারীর ক্ষমতায়ন নিয়েই অক্সফোর্ডে বক্তব্য রাখবেন মমতা! জানুন মুখ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচি
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement