Laxmi Bhandar Scheme: কথা রাখলেন তিনি... দ্বিগুণ হবে লক্ষ্মীর ভান্ডারের ভাতা, কবে থেকে? গ্রামে গ্রামে শুরু প্রচার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Laxmi Bhandar Scheme: ভোটের দিন ঘোষণা না হলেও তা কিন্তু একেবারে দোরগোড়ায়। এতটুকু জমি ছাড়তে রাজি নয় কেউ। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুইপক্ষই। এমতাবস্থায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো কি অন্যতম প্রচার কৌশল? উঠছে প্রশ্ন।
কলকাতা: ১০০ দিনের কাজের পর এবার লক্ষীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে গ্রামে গ্রামে শুরু প্রচার। এপ্রিল মাস থেকে বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। সাধারণের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ ও তফশিলিদের ক্ষেত্রে ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা হচ্ছে। ইতিমধ্য়েই হোর্ডিং, ব্যানার লাগিয়ে লক্ষীর ভান্ডার ভাতা বাড়ানোর প্রচার শুরু হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন জেলায় প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিনে সভা করেছেন জঙ্গলমহলের জেলাগুলিতে। বৃহস্পতিবার ঝাড়গ্রামে মমতা তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান দেন। তখনই বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী এপ্রিল মাস থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। যাঁরা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। যাঁরা ১০০০ টাকা পেতেন, তাঁরা ১২০০ টাকা পাবেন। মা-বোনেদের হাতখরচের জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আর মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা কোনও দিন বন্ধ হবে না।’’
advertisement
advertisement
ভোটের দিন ঘোষণা না হলেও তা কিন্তু একেবারে দোরগোড়ায়। এতটুকু জমি ছাড়তে রাজি নয় কেউ। ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুইপক্ষই। এমতাবস্থায় লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো কি অন্যতম প্রচার কৌশল? উঠছে প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 3:04 PM IST