Mamata Banerjee: আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসনিক থেকে জনসভা একাধিক কর্মসূচি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
সিঙ্গুরের ন্যানো কারখানার জমিতে এই প্রথম বিজেপির এত বড় কর্মসূচি হয়, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে বিশেষভাবে তাৎপর্য বহন করে বলে মনে করছে রাজনীতিক মহল।
সিঙ্গুর: আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। জানা গিয়েছে, প্রশাসনিক সভা ও জনসভা করতে পারেন মুখ্যমন্ত্রী। পুলিশের তরফে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রে এর খবর। প্রসঙ্গত, গত রবিবারই সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার ঠিক ১ দিন পরেই ঘোষণা করা হল মমতার সিঙ্গুর সফরের নির্ঘণ্ট৷
বাংলার রাজনীতিতে ৩৪ বছরের বাম জামানার পতনে ও রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনে সিঙ্গুর জমি আন্দোলন অন্যতম গুরুত্বপুর্ণ অধ্যায়। হুগলির সিঙ্গুর থেকে টাটা বিদায়ের ১৮ বছর পর রবিবার সেই নিষ্ফলা জমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক জনসভা ও সরকারি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।
advertisement
advertisement
সিঙ্গুরের ন্যানো কারখানার জমিতে এই প্রথম বিজেপির এত বড় কর্মসূচি হয়, যা আগামী বিধানসভা নির্বাচনের আগে বিশেষভাবে তাৎপর্য বহন করে বলে মনে করছে রাজনীতিক মহল।
সিঙ্গুরের মঞ্চ থেকে মোদি এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করেন। সেই সঙ্গে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি প্যাসেঞ্জার ট্রেনেরও উদ্বোধন করেন।
advertisement
এদিন মোদি বলেন, “বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশ জরুরি। সেই কাজ কেন্দ্রীয় সরকার করে চলেছে। বিকাশের জন্য আজ একাধিক প্রকল্পের শিলান্যাস করলাম, উদ্বোধন করলাম। গতকাল (শনিবার) দেশের প্রথম বন্দেভারত স্লিপার বাংলা থেকে চালু হল। আজ একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালু করলাম। তার মধ্যে একটা ট্রেন আমার সংসদীয় এলাকা বারাণসীকে জুড়ছে।”
advertisement
যদিও সিঙ্গুরের মঞ্চ থেকে কংর্মসংস্থান নিয়ে উল্লেখযোগ্য কোনও বার্তা দিতে শোনা যায়নি নরেন্দ্র মোদিকে৷ মোদির সভারদ একদিন পরে সেখানেই ঘোষণা করা হল মমতার কর্মসূচি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jan 20, 2026 4:13 PM IST










