SSKM Hospital Treatment Cost: কেবিন ৫ হাজার, স্যুট ৮ হাজার! এবার টাকা দিয়ে চিকিৎসা এসএসকেএমেও, উদ্বোধন করলেন মমতা

Last Updated:

এ দিন নতুন এই উডবার্ন ব্লক ছাড়াও এসএসকেএম হাসপাতালের একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এসএসকেএমেও এবার বেসরকারি হাসপাতালের মতো সুবিধা৷
এসএসকেএমেও এবার বেসরকারি হাসপাতালের মতো সুবিধা৷
এবার বেসরকারি হাসপাতালের মতোই টাকার বিনিময়ে ভর্তি হওয়া যাবে এসএসকেএম হাসপাতালে৷ এ দিন এসএসকেএম হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দশতলা এই ভবনে রয়েছে মোট ১৩১টি শয্যা৷ নতুন এই ভবনে রয়েছে সিঙ্গল কেবিন, এইডিইউ,আইটিইউ-এর মতো পরিষেবা৷ নির্দিষ্ট ভাড়া দিয়ে নতুন এই উডবার্ন ব্লকে ভর্তি হতে পারবেন রোগীরা৷
এ দিন নতুন এই উডবার্ন ব্লক ছাড়াও এসএসকেএম হাসপাতালের একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়়েছেন, এসএসকেএম হাসপাতালে যে মানের চিকিৎসা এবং সুবিধা পাবেন রোগীরা, বেসরকারি ক্ষেত্রে সেই একই পরিষেবা পেতে গেলে অনেক বেশি খরচ হয় রোগীদের৷
এসএসকেএম হাসপাতালের নতুন এই উডবার্ন ব্লকে সিঙ্গল কেবিনের ভাড়া পড়বে প্রতিদিন ৫০০০ টাকা করে৷ স্যুটের ভাড়া পড়বে দৈনিক ৮০০০ টাকা৷ এইচডিইউ-এর ভাড়া পড়বে ১২০০০ টাকা৷ আইসিইউ-এর ভাড়া ১৫০০০ টাকা৷ মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আরও ২ হাজার টাকা করে ভাড়া বেশি রাখা হয়েছিল৷ যদিও সাধারণ মানুষের সুবিধার্থে ভাড়া কমিয়েছেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, যে মানের পরিষেবা এখানে রোগীরা পাবেন তাতে এই টাকা ভাড়া নেওয়ার পরেও সব খরচ উঠবে না৷ আপনারা কাজ শুরু করুন, পরে আমরা আবার বিষয়টি খতিয়ে দেখব৷ এই কাজে ৬৭ কোটি খরচ হয়েছে। নবান্নের সাথে মিলিয়ে নাম রাখা হয়েছে অনন্য। অত্যাধুনিক পদ্ধতিতে এখানে রোবোটিক সার্জারি করা হবে। রাজ্যে সরকারি ক্ষেত্রে যা প্রথম। পূর্ব ভারতের প্রথম বোন ব্যাংক হচ্ছে। কর্ড ব্লাড ব্যাংক করা হচ্ছে যা অনেক রোগ সারিয়ে দেবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSKM Hospital Treatment Cost: কেবিন ৫ হাজার, স্যুট ৮ হাজার! এবার টাকা দিয়ে চিকিৎসা এসএসকেএমেও, উদ্বোধন করলেন মমতা
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement