Mamata Banerjee: 'বাংলা বিরোধী, সব কটা হারবে', উত্তাল বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতার! প্রবল ঝামেলায় থামালেন বক্তৃতা, তারপর?

Last Updated:

Mamata Banerjee: বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রী বসে পড়েন। বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করে, পাল্টা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে মঙ্গলবারের পরে বৃহস্পতিবার আবার আলোচনা হল বিধানসভায়। বৃহস্পতিবারই বিধানসভার অধিবেশনের শেষ দিন। অধিবেশনে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশনে দ্বিতীয়ার্ধে রয়েছে বাংলা এবং বাঙালি প্রসঙ্গে আলোচনা। আর আলোচনা শুরু হতেই তুমুল হট্টগোল বিধানসভায়।
বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের বিক্ষোভ শুরু হয়। মুখ্যমন্ত্রী বসে পড়েন। বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করে, পাল্টা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের বিধায়কেরা। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুরু করামাত্র বিক্ষোভ শুরু হতেই বিজেপিকে বলা বন্ধ করে দেন তিনি। পরে কটাক্ষ করেন নেত্রী। বলেন, ‘আমি প্রাথমেই ধিক্কার জানাই বিজেপি বিধায়ক দের। বক্তৃতা দিতে সময় দিয়েছি আমার সময় থেকে। বাংলা বিরোধী এরা, এরা বাংলা ভাষার সম্মান করল না। এরা বাংলা বিরোধী। শান্তি রক্ষা করা দু’জনের কাজ।’
advertisement
আরও পড়ুন: শেষকৃত্যের কাজের জন্য ‘সমব্যথী’ প্রকল্পে টাকা দেয় রাজ্য, কী পরিস্থিতি প্রকল্পের? বিধানসভায় জানালেন মন্ত্রী
মমতা বলেন, ‘সংসদে দেখেছি, আমাদের এমপিদের মারা হয়েছে। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। স্বাধীনতার জন‍্য প্রাণ দিয়েছে বাংলা। আর নেই দরকার আপনাদের বলবে। বিজেপি চোর। চোরেদের সরকার।’ বিজেপি বিধায়কদের চোর স্লোগানের পাল্টা এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। মমতা আরও বলেন, ‘সব চোরদের কথা আমি জানি। এদের মতো অভদ্র নির্লজ্জ দল দেখিনি। ওঁরা যখন বলবে ওদের কাউকে বলতে দেবে না। আমি বলে যাচ্ছি।’
advertisement
advertisement
আরও পড়ুন: SSC-র অযোগ্যদের জন্য এবার নতুন ব্যবস্থা? বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর! শিক্ষক দিবসের প্রাক্কালে দিলেন ‘আশ্বাস’
বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘মাননীয় অধ্যক্ষ যা বলেন তা আমরা শুনি। কাগজ ছোঁড়া অনৈতিক। মানুষা আমার কথা জানলে এদের মুখোশ খুলে যাবে। এরা ভোট চোর, গদি চোর। বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব কটা হারবে।’ এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ও বিজেপির বিধায়কেরা। তীব্র গন্ডগোল শুরু হলে বলা থামিয়ে দেন মমতা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বাংলা বিরোধী, সব কটা হারবে', উত্তাল বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ মমতার! প্রবল ঝামেলায় থামালেন বক্তৃতা, তারপর?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement