Mamata Banerjee Health Update: মাথায় গুরুতর চোট, বাড়িতে ফিরলেও নির্দিষ্ট একটি কাজ কিছুতেই করতে পারবেন না মমতা! কড়া নির্দেশ ডাক্তারদের

Last Updated:

Mamata Banerjee Health Update: মাথায় এবং নাকে মোট চারটি সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাড়ি ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: কপালে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় এবং নাকে মোট চারটি সেলাই নিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের বাড়িতে ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম-এর চিকিৎসকেরা তাঁকে মাথায় জল লাগাতে বারণ করেছেন। তারই সঙ্গে পুরোপুরি বিশ্রামে থাকতে বলা হয়েছে। নাকেও চোট রয়েছে মুখ্যমন্ত্রীর। মাথায় ব্যান্ডেজ করে রাখা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নিজের বাড়ির ভিতরেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী৷ কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে থাকে তাঁর৷ তড়িঘড়ি তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে দেখেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রীর মাথায় সিটি স্ক্যানও হয়৷ তবে সিটি স্ক্যান রিপোর্টে উদ্বেগজনক কিছু না মেলায় রা সাড়ে ৯টা নাগাদ ছেড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে৷
advertisement
আরও পড়ুন: মাথায় গুরুতর চোট, পড়ল স্টিচ! মুখ্যমন্ত্রীকে কী কী পরামর্শ ডাক্তারের? দেখুন
হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করা হয় মুখ্যমন্ত্রীকে৷ দেখা যায়, তাঁর কপাল জুড়ে ব্যান্ডেজ রয়েছে৷ মুখ্যমন্ত্রীকে দেখেই দৃশ্যত বিধ্বস্ত লাগছিল৷ রাত ৯.৪০ নাগাদ কালীঘাটের বাড়িতে ফেরেন মুখ্যমন্ত্রী৷ হাসপাতাল থেকে বেরনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘মুখ্যমন্ত্রীর মাথায় একটা সিরিয়াস আঘাত রয়েছে৷ নাকেও একটি সেলাই পড়েছে৷ মাথায় তিনটি সেলাই পড়েছে৷ তবে বাংলার মানুষের আশীর্বাদ এবং সর্বশক্তিমানের কৃপায় তিনি সুস্থ আছেন৷’
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে নতুন ৪ বিমান, এর মধ্যে দু’টি আন্তর্জাতিক! জানুন
হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷ কিন্তু মুখ্যমন্ত্রী যথারীতি হাসপাতালে থাকতে রাজি হননি৷ তাই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে বের করে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করানো হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Health Update: মাথায় গুরুতর চোট, বাড়িতে ফিরলেও নির্দিষ্ট একটি কাজ কিছুতেই করতে পারবেন না মমতা! কড়া নির্দেশ ডাক্তারদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement