আমাদের রং আলাদা হতে পারে তবে আমাদের লক্ষ্য এক, সবাইকে একজোট করেছেন মমতা : অভিষেক মনু সিঙ্ঘভি

Last Updated:
#কলকাতা: ‘ইউনাইটেড ইন্ডিয়া’-র মঞ্চ থেকেই উঠল ‘মোদি হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান ৷ ইতিহাস তৈরির পথে ব্রিগেড ৷ লাখো লাখো সমর্থক হাজির হয়েছেন ব্রিগেড চত্বরে ৷ ব্রিগেডের মঞ্চে রাজনৈতিক নেতাদের চাঁদের হাট ৷ সেই মঞ্চ থেকেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদি-বিরোধী এই ঐতিহাসিক সমাবেশের জন্য ধন্যবাদ জানালেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি ৷
ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেস নেতা বলেন, ‘‘বৃষ্টি হলে রামধনু তৈরি হয় ৷ আজ ২২ দলের রামধনু ৷ ভারতের বিবিধতার দ্যোতক ৷ বিচারধারা আলাদা, কিন্তু এক ৷ মেঘ সরে যাচ্ছে ৷ মহাজোট তৈরি হচ্ছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ৷ বিজেপিকে হঠাতে হবে, এটাই দেশের আহ্বান, সাধারণ মানুষের আহ্বান ৷ মোদি সরকার আর চাই না ৷ ৭০ বছরের ইতিহাসে প্রতিশোধের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এর আগে দেখা যায়নি ৷ একাধিক সরকার এর আগেও এসেছে ৷ কিন্তু, এমন মতভেদ, দ্বেষ এর আগে দেখা যায়নি ৷ বিহারে র‍্যালি হয়েছিল, তার পরেই নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ অমিত শাহের র‍্যালির পর কিন্তু নোটিশ দেওয়া হয়নি ৷ এটিই সরকারের দ্বিচারিতা ৷ কিছু বললেই, দেশদ্রোহী ঘোষণা করা হচ্ছে ৷ বিভাজনের রাজনীতি চলছে দেশজুড়ে ৷’’
advertisement
একইসঙ্গে বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে যে দড়ি টানাটানি চলছে ৷ সেই নিয়েও রামধনুর মঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘৪০ দিনের রথযাত্রার পরিকল্পনা করেছিল বিজেপি ৷ এই সরকার তা হতে দেয়নি ৷ সুপ্রিম কোর্ট রাজ্যের মতকেই সমর্থন দিয়েছিল ৷ বিজেপি প্রাণহানির পরোয়া করে না ৷ তারা সস্তা রাজনীতি করে, ভোটের রাজনীতি করে ৷ হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, যেখানেই হোক, সেখানে ভোট ভাগের সবথেকে বেশি লাভ নেয় বিজেপি ৷ ভোট বিভাজন রুখতে হবে ৷ ভোট ভাগ রুখলে গোরখপুর, ফুলপুরের মতো ফলাফল হবে ৷’’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মহাজোট নিয়ে হাসিঠাট্টা করেন ৷ সেই নিয়েও মোদিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক ৷ তিনি বলেন, ‘‘আমার জিজ্ঞাসা, বিশ্বের সবথেকে অনৈতিক মহাজোট কাশ্মীরে হয়েছিল, তাতে মোদির ভাবনা কী ? আর সেই মোদিই জোট নিয়ে উপদেশ দেন ৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আমাদের রং আলাদা হতে পারে তবে আমাদের লক্ষ্য এক, সবাইকে একজোট করেছেন মমতা : অভিষেক মনু সিঙ্ঘভি
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement