#কলকাতা: কলকাতার সরকারি স্কুলগুলিতে পড়ুয়া টানতে সবুজসাথীর বিকল্প ভাবনা রাজ্য সরকারের। আজ বেলতলা স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সরকারি স্কুলে ইংরেজী বিভাগ চালুর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া হয়। কিন্তু কলকাতার স্কুলগুলির জন্য সে ব্যবস্থা ছিল না। কলকাতার সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য তাই বিকল্প ভাবনা রাজ্য সরকারের।সরকারি স্কুলগুলিতে পড়ুয়া টানতে ইতিমধ্যে ইংরেজি মাধ্যম চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শুধু সিলেবাসের পড়া নয়, মূল্যবোধের শিক্ষাও জরুরি। তার জন্য আলাদা ক্লাস নেওয়ার প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী।বেলতলা স্কুলের শতবার্ষিকী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্কুলের উন্নয়নে এক কোটি ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Sabuj Sathi, School, মমতা বন্দ্যোপাধ্যায়