Mamata Banerjee: 'দুষ্টুমি করো না', থানায় গিয়ে বিক্ষোভের পর হুমায়ুনকে বার্তা দলনেত্রীর 

Last Updated:

ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও করেছেন খোদ শাসকদলের বিধায়ক। দরজা ভেঙে থানা ঘেরাওয়ের চেষ্টা করেন তৃণমূলকর্মীরা।

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর৷
#কলকাতা:পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, খোদ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন শাসক দলের বিধায়ক। লিখিত আকারে অভিযোগ জানালেন মুর্শিদাবাদ জেলার বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, অভিযোগ জানাতে গেলে মুখ্যমন্ত্রী হুমায়ুনকে উদ্দেশ করে বলেছেন, "তুমি দুষ্টুমি করো না।" হুমায়ুন অবশ্য বলেছেন, "দিদি আমার সব কথা শুনেছেন। আমি লিখিত আকারে আমার বক্তব্য দিদির কাছে জমা দিয়েছি।"
পুলিশের বিরুদ্ধেই জবরদখলের অভিযোগ তৃণমূল বিধায়কের। থানার পাশে জমিতে পার্ক তৈরির চেষ্টা পুলিশের, অভিযোগ তৃণমূলের। বাধা দিয়ে বিক্ষোভ শাসকদলের বিধায়ক হুমায়ুন কবীরের। প্রতিবাদে থানা ঘেরাও। ওসির অপসারণ দাবি। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে ভরতপুর থানা ঘেরাও হয়। থানার পাশে মাটি ফেলে পার্ক তৈরির চেষ্টা করছে পুলিশ, অভিযোগ হুমায়ুন কবীরের।
advertisement
advertisement
ওসির অপসারণ চেয়ে থানা ঘেরাও করেছেন খোদ শাসকদলের বিধায়ক। দরজা ভেঙে থানা ঘেরাওয়ের চেষ্টা করেন তৃণমূলকর্মীরা। তৃণমূলকে ক্ষমতা দেখাচ্ছেন ওসি, অভিযোগ হুমায়ুন কবীরের। শাসকদলের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের পাল্টা দাবি, জবরদখল মুক্ত করে জমিটি উন্নয়নমূলক কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল।
সূত্রের খবর, উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবেই যখন থানার পাশের ওই জমিতে মাটি ফেলা হচ্ছিল তখনই ব্লক তৃণমূল নেতৃত্ব তাতে বাধা দিতে শুরু করে। দুপুরের পর থেকে দফায় দফায় এই কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর পরই তুঙ্গে ওঠে গন্ডগোল। অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি, এমন কি ধাক্কাধাক্কি পর্যন্ত পৌঁছে যায় পরিস্থিতি।
advertisement
হুমায়ুনের অভিযোগ, 'পয়সার বিনিময়ে ওসি কাজ করেন। অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা অনেক দিন ধরে এটা বরদাস্ত করেছি। ওসি তাঁর ক্ষমতার জোরে ৫০ জন শ্রমিক দিয়ে, জেসিবি নিয়ে পুকুরের উপর পাঁচিল দিচ্ছেন।' অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি তাঁকে ফোন করলেও ধরেননি। তার পরই হইচই। ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির। হুমায়ুন কবীর অবশ্য বিরোধীদের গুরুত্ব দিতে রাজি নন।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'দুষ্টুমি করো না', থানায় গিয়ে বিক্ষোভের পর হুমায়ুনকে বার্তা দলনেত্রীর 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement