Mamata Banerjee৷৷ Bayron Biswas: বায়রনের দল বদলে তৃণমূলকে তোপ জয়রাম রমেশের! নরমে গরমে কংগ্রেসকে জবাব মমতার

Last Updated:

বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷

বায়রন নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের৷ জবাব দিলেন মমতা৷
বায়রন নিয়ে তৃণমূলকে নিশানা জয়রাম রমেশের৷ জবাব দিলেন মমতা৷
কলকাতা: বায়রন বিশ্বাসকে দলে টানা নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস শীর্ষ নেতা জয়রাম রমেশ৷ ট্যুইট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম অভিযোগ করেন, দলবদলের এই ঘটনা বিরোধী ঐক্যকে দুর্বল করে বিজেপি-রই সুবিধা করে দেবে৷
যদিও জয়রাম রমেশের অভিযোগের সরাসরি জবাব দেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বায়রনের যোগদানের বিষয়টি নিছকই রাজ্য রাজনীতির বিষয় বলে দাবি করেছেন মমতা৷ তাঁর পাল্টা দাবি, সর্বভারতীয় স্তরে বিরোধীরা ঐক্যবদ্ধই রয়েছে৷
advertisement
উপনির্বাচনে জেতার তিন মাসের মধ্যেই গতকাল তৃণমূলে যোগ দেন রাজ্যে কংগ্রেসের একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস৷ এই ঘটনাতেই তৃণমূলকে নিশানা করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘ঐতিহাসিক জয় পাওয়ার তিন মাসের মধ্যেই প্রলোভন দেখিয়ে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে দলে টেনে নিল তৃণমূল৷ এটা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা৷ এর আগেও গোয়া, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বিধায়ককে দলে টানার এমন ঘটনা ঘটেছে৷ এতে বিরোধীদের ঐক্য যেমন দুর্বল হবে সেরকমই বিজপি-র উদ্দেশ্য সাধন হবে৷’
advertisement
এ দিন নবান্নে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘এ সব বিষয়ে আমি জানি না৷ ব্লক স্তরের কোনও নেতাকে জিজ্ঞেস করুন৷’ বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
জয়রাম রমেশের ট্যুইট নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘জাতীয় স্তরে আমরা সবাই একসঙ্গে রয়েছি৷ রাজ্য স্তরে সব দলের নিজস্ব সীমাবদ্ধতা থাকে৷ আমরা তো হিমাচল, গুজরাত, ছত্তীসগড়ে কংগ্রেসকে বিরক্ত করিনি৷ বরং সমর্থন করেছি৷ দেশের কত জায়গায় তো কংগ্রেস লড়ছে, আমরা একটাও আসন চেয়েছি? শুধু তো ভোটের জেতার জন্য নির্বাচনে লড়া নয়, ভোট প্রাপ্তির হার বাড়ানোও লক্ষ্য থাকে৷ যাতে জাতীয় দলের মর্যাদা থাকে৷ নির্বাচন কমিশন অন্যায় ভাবে আমাদের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিয়েছে৷ ২০২৬ পর্যন্ত এই তকমা থাকার কথা থাকলেও আগেই তা পর্যালোচনা করে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন৷ শুধু বিজেপি আর কংগ্রেসই জাতীয় দল থাকবে? আমি কারও কোনও কথার জবাব দেব না৷ জয়রাম রমেশ যদি তৃণমূলের সমালোচনা করে থাকেন, তাঁকে ধন্যবাদ৷’
advertisement
কয়েকদিন আগে কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরই বিরোধী জোট নিয়ে রাহুল-সনিয়াদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ বিরোধী জোট শক্তিশালী করতে কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও৷ তার পরে হঠাৎই বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনায় ফের একবার কংগ্রেস-তৃণমূল সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে৷ যদিও মমতা এ দিন ফের একবার জোরের সঙ্গে জানিয়েছেন, বিরোধী দলগুলিকে নিয়ে তিনি পটনায় নীতীশ কুমারকে যে বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন, সেই বৈঠক খুব শিগগিরই হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee৷৷ Bayron Biswas: বায়রনের দল বদলে তৃণমূলকে তোপ জয়রাম রমেশের! নরমে গরমে কংগ্রেসকে জবাব মমতার
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement