Mamata Banerjee৷৷ Bayron Biswas: বায়রনের দল বদলে তৃণমূলকে তোপ জয়রাম রমেশের! নরমে গরমে কংগ্রেসকে জবাব মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা: বায়রন বিশ্বাসকে দলে টানা নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস শীর্ষ নেতা জয়রাম রমেশ৷ ট্যুইট করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম অভিযোগ করেন, দলবদলের এই ঘটনা বিরোধী ঐক্যকে দুর্বল করে বিজেপি-রই সুবিধা করে দেবে৷
যদিও জয়রাম রমেশের অভিযোগের সরাসরি জবাব দেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বায়রনের যোগদানের বিষয়টি নিছকই রাজ্য রাজনীতির বিষয় বলে দাবি করেছেন মমতা৷ তাঁর পাল্টা দাবি, সর্বভারতীয় স্তরে বিরোধীরা ঐক্যবদ্ধই রয়েছে৷
advertisement
advertisement
এ দিন নবান্নে বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘এ সব বিষয়ে আমি জানি না৷ ব্লক স্তরের কোনও নেতাকে জিজ্ঞেস করুন৷’ বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা জাতীয় স্তরে বিরোধী ঐক্যেও চিড় ধরাবে না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
Three months after he was elected as a Congress MLA in a historic victory Bayron Biswas has been lured away by the TMC in West Bengal. This is a complete betrayal of the mandate of the people of the Sagardighi Assembly constituency. Such poaching which has happened earlier in…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 30, 2023
advertisement
জয়রাম রমেশের ট্যুইট নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘জাতীয় স্তরে আমরা সবাই একসঙ্গে রয়েছি৷ রাজ্য স্তরে সব দলের নিজস্ব সীমাবদ্ধতা থাকে৷ আমরা তো হিমাচল, গুজরাত, ছত্তীসগড়ে কংগ্রেসকে বিরক্ত করিনি৷ বরং সমর্থন করেছি৷ দেশের কত জায়গায় তো কংগ্রেস লড়ছে, আমরা একটাও আসন চেয়েছি? শুধু তো ভোটের জেতার জন্য নির্বাচনে লড়া নয়, ভোট প্রাপ্তির হার বাড়ানোও লক্ষ্য থাকে৷ যাতে জাতীয় দলের মর্যাদা থাকে৷ নির্বাচন কমিশন অন্যায় ভাবে আমাদের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিয়েছে৷ ২০২৬ পর্যন্ত এই তকমা থাকার কথা থাকলেও আগেই তা পর্যালোচনা করে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন৷ শুধু বিজেপি আর কংগ্রেসই জাতীয় দল থাকবে? আমি কারও কোনও কথার জবাব দেব না৷ জয়রাম রমেশ যদি তৃণমূলের সমালোচনা করে থাকেন, তাঁকে ধন্যবাদ৷’
advertisement
কয়েকদিন আগে কর্ণাটকে কংগ্রেসের বিপুল জয়ের পরই বিরোধী জোট নিয়ে রাহুল-সনিয়াদের ইতিবাচক বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷ বিরোধী জোট শক্তিশালী করতে কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও৷ তার পরে হঠাৎই বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনায় ফের একবার কংগ্রেস-তৃণমূল সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে৷ যদিও মমতা এ দিন ফের একবার জোরের সঙ্গে জানিয়েছেন, বিরোধী দলগুলিকে নিয়ে তিনি পটনায় নীতীশ কুমারকে যে বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন, সেই বৈঠক খুব শিগগিরই হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 6:28 PM IST