মনোহর পর্রীকরের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Last Updated:
#কলকাতা: প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী, মনোহর গোপালকৃষ্ণ প্রভু পর্রীকর। বেশ কিছুদিন ধরে প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে এদিন তিনি লেখেন, ‘‘গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরজি-র মৃত্যুতে গভীরভাবে শোকাহত ৷ অনেকদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন ৷ তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা ৷’’
Saddened at the passing away of Goa Chief Minister Manohar Parrikar ji. He patiently endured his illness. Condolences to his family and his admirers
— Mamata Banerjee (@MamataOfficial) March 17, 2019
advertisement
৬৩ বছর বয়সী পর্রীকর তিনবার গোয়ার মুখ্যমন্ত্রী হন। খুব অল্প বয়সে আরএসএস-এ যোগ দেন তিনি। ১৯৮৮ সালে যোগ দেন বিজেপিতে। ১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন পর্রীকর। তিনিই গোয়ার প্রথম আইআইটিয়ান, যিনি মুখ্যমন্ত্রী হন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭-র মার্চে গোয়ার দশম মুখ্যমন্ত্রীপদে শপথ নেন মনোহর পর্রীকর। তারই মাঝে ২০১৪ রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। অরুণ জেটলিকে সরিয়ে তাঁঁর কাঁধে তুলে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব। ২০১৮-য় পর্রীকর-এর অসুস্থতা ধরা পড়ে। চিকিৎসা চলাকালীনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান তিনি। গতকাল, শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। রবিবার সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোয়ার মুখ্যমন্ত্রী পর্রীকরের মৃত্যুর খবর জানিয়ে ট্যুইটারে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2019 9:13 PM IST