Mamata Banerjee Durga Puja 2023: কলকাতা আর জেলায় পুজো কার্নিভাল কবে? তারিখ কিন্তু আলাদা! জানেন তো?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee Durga Puja 2023: নবনীড়-এর আবাসিকদের সঙ্গে ও এদিন ভার্চুয়াল সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: দ্বিতীয়াতে ও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুচি অনুযায়ী এদিন পূজোর উদ্বোধন শুরু হবার কথা একডালিয়া এভারগ্রিন ক্লাব থেকে। এদিন একডালিয়া এভারগ্রিন ক্লাব, ফাল্গুনী সংঘ,সিংহী পার্ক,হিন্দুস্তান পার্ক সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, শিব মন্দির,মুদিয়ালি, মুক্ত দল, ত্রিধারা,আলিপুর বডিগার্ড লাইনস, ২২ পল্লী, বকুল বাগান, অবসর, গোলমাঠ, ভবানীপুর ৭৬ পল্লী, স্বাধীন সংঘ, ফরওয়ার্ড ক্লাব।
পাশাপাশি নবনীড়-এর আবাসিকদের সঙ্গে ও এদিন ভার্চুয়াল সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করেছেন। ইতিমধ্যেই জেলায় জেলায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা জুড়ে প্রায় ৭০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রতিবছরই নবনীড়ের আবাসিকদের সঙ্গে পুজোর আগেই সময় কাটান মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি তাদের জন্য পুজো দেখানোর ও ব্যবস্থা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট পাওয়ায় এবার সব পুজোর ভার্চুয়াল উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। তাই নবনীড়ের আবাসিকদের সঙ্গেও এদিন কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর দ্বিতীয়ার পর তৃতীয়াতেও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি পূজার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন। তার প্রস্তুতিও চলছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
অন্যদিকে জেলায় জেলায় পুজোর কার্নিভাল প্রস্তুতিও জোরকদমে চলছে। ইতিমধ্যেই কার্নিভাল কিভাবে হবে জেলায় জেলায় তার নির্দিষ্ট নির্দেশ নবান্নের তরফে দেওয়া হয়েছে জেলাগুলিকে। জেলায় জেলায় কার্নিভাল হবে ২৬ অক্টোবর। কলকাতায় কার্নিভাল হবে ২৭ অক্টোবর। পুজো উদ্বোধনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধন করলেও কার্নিভালে অবশ্য তিনি উপস্থিত থাকবেন রেড রোডে তা তিনি আগেই জানিয়েছেন। সুখের খবর এবারের কলকাতায় পুজো কার্নিভালের পুজো কমিটিগুলির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে পারে। অন্তত গত কয়েক বছরের তুলনায় এবারে পূজো কার্নিভালে পুজো কমিটির অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। তেমনটাই নবান্ন সূত্রে খবর।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
advertisement
—– সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 5:39 PM IST