Mamata Banerjee: 'রাতে ঘুম হয় না', রাজ্যের কোষাগারের হাড়ির হালে দুশ্চিন্তায় মমতা

Last Updated:

এগারো বছরে তাঁর সরকারের আমলে সামাজিক ক্ষেত্রে কী কী প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুিলরও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee
Mamata Banerjee
#কলকাতা: রাজ্যের ভাঁড়ারে যে হাড়ির হাল, তা নিয়ে আগেও নিজের উদ্বেগের কথা বার বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্য সরকারের কোষাগারের এমনই অবস্থা যে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না তাঁর৷
যদিও এই টানাটানির মধ্যেও রাজ্য সরকার যে ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সামাজিক প্রকল্পে যে সরকার বিপুল বরাদ্দ করেছে, তা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতে ঘুম হয় না৷ ট্রেজারিতে টাকা আছে তো? একশো দিনের টাকা মেটাতে পারব তো?' কিছুটা আফসোসের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, 'দিল্লি রাজ্যটা একটা পুরসভা এলাকার সমান৷ অথচ তাদের রাজস্ব আদায় আমাদের থেকে বেশি৷ অথচ পশ্চিমবঙ্গে ১১ কোটি মানুষের বাস৷ পশ্চিমবঙ্গ ইউরোপের চারটে দেশের সমান৷'
advertisement
এর পরেই গত এগারো বছরে তাঁর সরকারের আমলে সামাজিক ক্ষেত্রে কী কী প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুিলরও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'শুধুমাত্র ঐক্যশ্রী প্রকল্পে ৩০৭ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে৷ কন্যাশ্রীর সংখ্যা প্রায় ৮০ লক্ষ৷ ৩০ হাজার ছেলেমেয়েকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'রাতে ঘুম হয় না', রাজ্যের কোষাগারের হাড়ির হালে দুশ্চিন্তায় মমতা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement