Mamata Banerjee: 'রাতে ঘুম হয় না', রাজ্যের কোষাগারের হাড়ির হালে দুশ্চিন্তায় মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এগারো বছরে তাঁর সরকারের আমলে সামাজিক ক্ষেত্রে কী কী প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুিলরও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী৷
#কলকাতা: রাজ্যের ভাঁড়ারে যে হাড়ির হাল, তা নিয়ে আগেও নিজের উদ্বেগের কথা বার বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্য সরকারের কোষাগারের এমনই অবস্থা যে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না তাঁর৷
যদিও এই টানাটানির মধ্যেও রাজ্য সরকার যে ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সামাজিক প্রকল্পে যে সরকার বিপুল বরাদ্দ করেছে, তা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী৷
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতে ঘুম হয় না৷ ট্রেজারিতে টাকা আছে তো? একশো দিনের টাকা মেটাতে পারব তো?' কিছুটা আফসোসের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, 'দিল্লি রাজ্যটা একটা পুরসভা এলাকার সমান৷ অথচ তাদের রাজস্ব আদায় আমাদের থেকে বেশি৷ অথচ পশ্চিমবঙ্গে ১১ কোটি মানুষের বাস৷ পশ্চিমবঙ্গ ইউরোপের চারটে দেশের সমান৷'
advertisement
এর পরেই গত এগারো বছরে তাঁর সরকারের আমলে সামাজিক ক্ষেত্রে কী কী প্রকল্প নিয়ে আসা হয়েছে, সেগুিলরও বিস্তারিত হিসেব দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'শুধুমাত্র ঐক্যশ্রী প্রকল্পে ৩০৭ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে৷ কন্যাশ্রীর সংখ্যা প্রায় ৮০ লক্ষ৷ ৩০ হাজার ছেলেমেয়েকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হয়ে গিয়েছে৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 3:20 PM IST