হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী, ত্রাণ-পুনর্বাসনে একাধিক নির্দেশ
Last Updated:
মুখ্যমন্ত্রীর নির্দেশ, একশো দিনের কাজের টাকা দ্রুত দিতে হবে। কোমর বেঁধে নামতে হবে ত্রাণ ও পুনর্বাসনে
#কলকাতা: বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসুক কেন্দ্রীয় দল। চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি চান, কৃষকদের ১০০ শতাংশ ফসল বিমাও দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশ, একশো দিনের কাজের টাকা দ্রুত দিতে হবে। কোমর বেঁধে নামতে হবে ত্রাণ ও পুনর্বাসনে। হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসুক কেন্দ্রীয় দল। চাইছেন মুখ্যমন্ত্রী। তিনি চান, কৃষকদের একশো শতাংশ ফসল বিমাও দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশ, একশো দিনের কাজের টাকা দ্রুত দিতে হবে। কোমর বেঁধে নামতে হবে ত্রাণ ও পুনর্বাসনে। হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
বুলবুল ধান খেয়েছে। নষ্ট করেছে প্রচুর ফসল। মুখ্যমন্ত্রী এ দিন ১০০ শতাংশ ফসল বিমা দেওয়ার কথা বলেন।
advertisement
advertisement
এই দুর্দিনে একশো দিনের কাজের টাকা দ্রুত দিতে হবে
যাঁরা একশো দিনের কাজ করেন তাঁদের ত্রাণ ও পুনর্বাসনের কাজেও লাগাতে হবে
প্রয়োজনে আরও ত্রিপল দিতে হবে
পানীয় জল ও শিশুদের খাবারের ব্যবস্থা করতে হবে
মুখ্যমন্ত্রী এ দিন বিভিন্ন দফতর ও প্রত্যেক পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেন, কোমর বেঁধে ত্রাণ ও পুনর্বাসনের কাজে নামতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 11, 2019 7:34 PM IST