Mamata Banerjee: পরিবার পিছু মাসে ৭৫০০ টাকা! কেন্দ্রের কাছে দাবি মমতার, সমর্থন বাকি বিরোধীদের

Last Updated:

কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মাসিক ৭৫০০ টাকার সঙ্গে বিনামূল্যে নিত্যপ্রয়জোনীয় খাদ্য সামগ্রীও মানুষকে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে (Mamata Banerjee)৷

#কলকাতা: পরিবার পিছু প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার৷ শুক্রবার সনিয়া গান্ধির উদ্যোগে বিরোধী জোটের বৈঠকে এই দাবিই তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে যথেষ্ট গুরুত্ব দিয়েই গ্রহণ করেছে কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব৷ এ দিনের বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এ দিনের বৈঠকে অংশ নেওয়া ১৯ দলের নেতাদের একটি যৌথ বিবৃতি কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে৷ সেখানে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের তালিকায় ২ নম্বরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই প্রস্তাব৷
সূত্রের খবর, বিরোধী নেতাদের বৈঠকে মমতা প্রস্তাব দেন, যে পরিবারগুলি আয়করের আওতায় পড়ে না, তাঁদের মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার৷ এই দাবিতে বিরোধীদের সরব হওয়ার আর্জিও জানান তিনি৷ কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মাসিক ৭৫০০ টাকার সঙ্গে বিনামূল্যে নিত্যপ্রয়জোনীয় খাদ্য সামগ্রীও মানুষকে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে৷
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই মাসে মাসে পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার৷ এই একই পদ্ধতিতে পরিবারের কেউ আয়কর দেন না, দেশের এমন পরিবারগুলির হাতে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী৷
সনিয়া গান্ধির ডাকে এ দিন মোট ১৯টি দলের নেতৃত্ব এই বৈঠকে যোগ দিয়েছিলেন৷ বিজেপি-কে হারাতে ২০২৪-এর আগে নিজেদের স্বার্থ ভুলে সব বিরোধীদের একজোট হওয়ার আবেদন জানান সনিয়া, মমতারা৷ রাহুল গান্ধি ছাড়াও ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এছাড়াও ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম নেতা হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নেন৷ পরিবার পিছু আর্থিক সাহায্যের পাশাপাশি করোনার টিকাকরণের গতিবৃদ্ধিরও দাবি তোলা হয়েছে কংগ্রেসের প্রকাশিত যৌথ বিবৃতিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: পরিবার পিছু মাসে ৭৫০০ টাকা! কেন্দ্রের কাছে দাবি মমতার, সমর্থন বাকি বিরোধীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement