Mamata Banerjee: পরিবার পিছু মাসে ৭৫০০ টাকা! কেন্দ্রের কাছে দাবি মমতার, সমর্থন বাকি বিরোধীদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মাসিক ৭৫০০ টাকার সঙ্গে বিনামূল্যে নিত্যপ্রয়জোনীয় খাদ্য সামগ্রীও মানুষকে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে (Mamata Banerjee)৷
#কলকাতা: পরিবার পিছু প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার৷ শুক্রবার সনিয়া গান্ধির উদ্যোগে বিরোধী জোটের বৈঠকে এই দাবিই তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর এই প্রস্তাবকে যথেষ্ট গুরুত্ব দিয়েই গ্রহণ করেছে কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব৷ এ দিনের বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এ দিনের বৈঠকে অংশ নেওয়া ১৯ দলের নেতাদের একটি যৌথ বিবৃতি কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে৷ সেখানে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের তালিকায় ২ নম্বরেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এই প্রস্তাব৷
সূত্রের খবর, বিরোধী নেতাদের বৈঠকে মমতা প্রস্তাব দেন, যে পরিবারগুলি আয়করের আওতায় পড়ে না, তাঁদের মাসিক ৭৫০০ টাকা করে আর্থিক সাহায্য করুক কেন্দ্রীয় সরকার৷ এই দাবিতে বিরোধীদের সরব হওয়ার আর্জিও জানান তিনি৷ কংগ্রেসের ট্যুইটার অ্যাকাউন্টে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, মাসিক ৭৫০০ টাকার সঙ্গে বিনামূল্যে নিত্যপ্রয়জোনীয় খাদ্য সামগ্রীও মানুষকে বিনামূল্যে সরবরাহ করার ব্যবস্থা করতে হবে কেন্দ্রকে৷
advertisement
We call upon the people of India to rise to the occasion to defend our secular, democratic Republican order with all our might. Save India today, so that we can change it for a better tomorrow. - Joint Statement by Leaders of 19 Opposition Parties pic.twitter.com/0FjiM1hm07
— Congress (@INCIndia) August 20, 2021
advertisement
advertisement
ইতিমধ্যেই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই মাসে মাসে পরিবারের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার৷ এই একই পদ্ধতিতে পরিবারের কেউ আয়কর দেন না, দেশের এমন পরিবারগুলির হাতে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়ার দাবি তুললেন মুখ্যমন্ত্রী৷
সনিয়া গান্ধির ডাকে এ দিন মোট ১৯টি দলের নেতৃত্ব এই বৈঠকে যোগ দিয়েছিলেন৷ বিজেপি-কে হারাতে ২০২৪-এর আগে নিজেদের স্বার্থ ভুলে সব বিরোধীদের একজোট হওয়ার আবেদন জানান সনিয়া, মমতারা৷ রাহুল গান্ধি ছাড়াও ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এছাড়াও ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম নেতা হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ধ্বব ঠাকরে, এনসিপি প্রধান শরদ পাওয়ার, জেডিএসের এইচ ডি দেবেগৌড়ার মতো বিরোধী নেতারা৷ এ ছাড়াও সিপিএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স, আরজেডি-র মতো দলগুলির নেতারাও বৈঠকে অংশ নেন৷ পরিবার পিছু আর্থিক সাহায্যের পাশাপাশি করোনার টিকাকরণের গতিবৃদ্ধিরও দাবি তোলা হয়েছে কংগ্রেসের প্রকাশিত যৌথ বিবৃতিতে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2021 10:25 PM IST